বোল্টের অলরাউন্ড পারফরম্যান্সের জেরে প্লে অফ প্রায় নিশ্চিত রাজস্থানের, ঋদ্ধির ব্যাটে ফের জয় গুজরাটের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২৪ রানে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর পর প্লে অফের আরও কাছে রাজস্থান রয়্যালস। বোল্টের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে লোকেশ রাহুলদের দলকে হারালো রাজস্থান। আজকের ম্যাচের পর ১৬ পয়েন্ট নিয়ে রানরেটের হিসাবে লখনউকে টপকে দুই নম্বরে উঠে এলেন সঞ্জু স্যামসনরা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাটলারকে দ্বিতীয় ওভারে হারলেও, রাজস্থানের ইনিংসকে এগিয়ে নিয়ে যান যশস্বী জয়সওয়াল (৪১) এবং অধিনায়ক সঞ্জু স্যামসন (৩২)। তাদের মধ্যে ৬৪ রানের একটি পার্টনারশিপ হয়। এরপর দেবদত্ত পাডিকল (৩৯), রিয়ান পরাগ (১৯), জিমি নিশাম (১৪) সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে ৯ বলে ১৭ রানের ক্যামিও খেলে দলের স্কোর ১৭৮-এ নিয়ে যান ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট নেন লখনউ সুপারজায়ান্টসের তরুণ লেগস্পিনার রবি বিশ্নই।

রান তাড়া করতে নেমে শুরুটাই বিশ্রীভাবে করে লখনউ সুপারজায়ান্টস। ব্যর্থ হন ডি কক, লোকেশ রাহুল, আয়ুশ বাদোনিরা। শুরুর দিকে লখনউয়ের ইনিংসে এতটাই ধস নেমেছিল যে এরপর দীপক হুডা (৫৯), ক্রুনাল পান্ডিয়া (২৫), মার্কার্স স্টোইনিস (২৭) চেষ্টা করেও কিছু করতে পারেননি। ২০ ওভারে ১৫৪ রানই তুলতে পারে সুপারজায়ান্টস। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

আজকের অপর নিয়মরক্ষার খেলায় ঋতুরাজ গায়কোয়াডের অর্ধশতরানে (৫৩) ভর করে বোর্ডে ১৩৩ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। ফিনিশার হিসাবে এই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ধোনি। গুজরাটের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন শামি। রান তাড়া করতে নেমে অপর দিক দিয়ে একের পর এক সঙ্গীকে হারাতে থাকলেও নিজের উইকেট বাঁচিয়ে রেখে গুজরাটকে ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। এদিন ৫৭ বলে ধৈর্য্যশীল ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বঙ্গ উইকেটরক্ষক। চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর