বাংলাহান্ট ডেস্ক: অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) চলে গিয়েছেন। কিন্তু পেছনে ফেলে গিয়েছেন বহু বিতর্ক। অভিনেতার মৃত্যুর পরেই নতুন করে মাথাচাড়া দিয়েছে টলিউডে স্বজনপোষণ বিতর্ক। সেসব একটু স্তিমিত হতে না হতে আঙুল উঠেছে অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) দিকে। অভিষেকের অনস্ক্রিন মেয়ের একটি মন্তব্যে বেজায় খাপ্পা অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। নাম না করে কটাক্ষও শানিয়েছেন। এবার জবাব দিলেন ‘গুনগুন’।
খড়কুটো সিরিয়ালে অভিষেকের মেয়ে গুনগুনের চরিত্রে অভিনয় করতেন তৃণা। বাবা মেয়ের রসায়ন অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও খুব ভাল ছিল। অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তৃণা। তাই দিন কয়েক আগে অভিষেকের শেষ অভিনীত ছবি ট্রেলার রিলিজ এবং সেরা অভিনেতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন তিনিও।
সেদিন সংবাদ মাধ্যমকে কথায় কথায় তৃণা জানান, অভিষেক চাইতেন, তাঁর মেয়ে ডল বড় হয়ে তৃণার মতোই হোক। কথাটা যে অভিনেতার স্ত্রী খুব একটা পছন্দ করেননি সেটা বোঝা যায় তার পরের দিনই। সোশ্যাল মিডিয়ায় ডলের ছোটবেলায় বাবা মেয়ের একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দেন সংযুক্তা।
তিনি লেখেন, ‘আমরা চাই না ডল অন্য কারোর মতো হোক। এটা বলছি কারণ অভিষেকের একজন সহ অভিনেত্রী দাবি করেছেন যে, অভিষেক চাইতেন তাঁর মেয়ে ওঁর মতো হোক।’ সংযুক্তার বক্তব্য, ডল অভিষেকের একমাত্র মেয়ে। সেই ভালবাসাটাকে সম্মান করা উচিত। অনস্ক্রিন আর অফস্ক্রিনের মধ্যে বিস্তর ফারাক।
সংযুক্তার অভিযোগের ইঙ্গিতটা যে তৃণার দিকেই ছিল তা বুঝতে বাকি নেই কারোরই। এ বিষয়ে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী। সিরিয়ালের গুনগুনের বক্তব্য, সংবাদ মাধ্যম বিষয়টা নিয়ে জলঘোলা করেছে। সংযুক্তা তাঁর গুরুজন। তিনি কাউকে কষ্ট দিতে চাননি। কেউ কারোর জায়গা নিতে পারে না সেটা তিনি খুব ভালভাবেই জানেন।
তৃণা আরো বলেন, “কাজ করতে করতে সবার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমি কখনোই অভিষেকদার মেয়ে হওয়ার চেষ্টা করিনি। একসঙ্গে লাঞ্চ করতাম মানেই এই নয় যে আমি ওঁর মেয়ে হয়ে গিয়েছি। আমার নিজের বাবা আর শ্বশুরমশাই আছে। আমি আমার দুই বাবাকে নিয়েই খুশি।”