বাংলাহান্ট ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। দলের সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত হয়েছেন বিনোদন জগতের তারকারা। একুশের মঞ্চেও দেখা গিয়েছে অনেককে। বিষয়টা নিয়ে এখন বেশিরভাগ জন মুখে কুলুপ আঁটলেও সরব হলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
তৃণা ও তাঁর স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য সবুজ শিবিরের তারকা সদস্যদের মধ্যে অন্যতম। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন দুজনে। ভোটের টিকিট না পেলেও নানান প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন তাঁরা। দলের রাজনৈতিক, সাংষ্কৃতিক অনুষ্ঠানেও মাঝে মাঝেই দেখা মেলে ‘তৃনীল’ জুটির। তৃণমূলের এই কেলেঙ্কারিতে কী বক্তব্য তৃণার?
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, তিনি শুনেছেন যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। ২০ কোটি টাকাও উদ্ধার হয়েছে। তবে সবটাই উপর উপর জানেন তিনি। বেশি গভীরে কিছুই জানেন না। যদিও তৃণার মতে, একটা ঘটনা বা একজন ব্যক্তির জন্য তো গোটা দলটা খারাপ হয়ে যায় না। তদন্ত চলছে বিষয়টা নিয়ে। সত্যের জয় ঠিকই হবে।
রাজ্যের বিভিন্ন সময়ে রাজনৈতিক বিতর্কে অন্য তারকা সদস্যরা মৌনব্রত নিলেও মুখ খুলতে দেখা গিয়েছে তৃণাকে। এর আগে হাঁসখালি ধর্ষণ কাণ্ডেও মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তৃণা ছাড়াও অভিনেতা ভরত কল নিজের মতপ্রকাশ করেছেন পার্থ গ্রেফতারি প্রসঙ্গে।
তিনিও বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। অভিনেতার দাবি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যোগ দিয়েছিলেন। আজও দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা করছেন তিনি। রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত মানুষ রয়েছে সেটা স্বীকার করে ভরত বলেন, কোথা থেকে টাকা পেয়েছে আর বাড়িতে কেন রেখেছে সেটা বলুক। আইন অনুযায়ী ঠিকই শাস্তি পাবে।
তবে তিনি এই ধরণের রাজনীতিতে বিশ্বাসী নন বলে জানিয়ে ভরত আরো বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি বড় ধাক্কা সেটা ঠিক। তবে যেকোনো দলেই এমন ঘটনা ঘটেই থাকে। একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেই দিয়েছেন, ঠিকাদারি করতে চাইলে এই পার্টিতে কোনো জায়গা নেই।