হায় হায়! একী হল! হঠাৎই রাজন্যাকে ছেঁটে ফেলল TMCP, ‘তিলোত্তমা’ সাজতে গিয়েই কী কপাল পুড়ল?

বাংলাহান্ট ডেস্ক : সালটা ২০২৩ সালের ২১ জুলাই। তৃণমূলের (Trinamool Congress) শহীদ দিবসের মঞ্চে বক্তৃতা দিয়ে হঠাৎই লাইমলাইটে উঠে আসেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নব প্রজন্মের নেত্রী রাজন্যা হালদার। তারপর থেকে রাজন্যাকে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক সভা ও মিটিং-মিছিলে। এবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বহিষ্কার করা হল সেই রাজন্যা হালদারকেই!

তৃণমূলের (Trinamool Congress) অন্দরে রাজন্যাকে নিয়ে ক্ষোভ

রাজন্যার (Rajanya Halder) পাশাপাশি দল বহিষ্কার করেছে প্রান্তিক চক্রবর্তীকেও। তবে হঠাৎ কেন তৃণমূলের যুব প্রজন্মের এই দুই নেতার উপর নেমে এল খাঁড়ার ঘা? আরজি কর কান্ড নিয়ে এমনিতেই উত্তাল গোটা দেশ। নৃশংসভাবে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা বাংলা। এই আবহে রাজন্যা ও প্রান্তিক একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন আরজি কর কান্ডের প্রেক্ষাপটে। আর সমস্যাটা ঠিক সেখানেই।

Trinamool Congress

‘দলবিরোধী’ কাজের অভিযোগে তাই তৃণমূল ছাত্র পরিষদ বহিষ্কার করল  রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই শর্ট ফিল্মটির একটি পোস্টার বেশ ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে রাজন্যা হালদারকে। এই ছবিটির নাম আগমনী, তিলোত্তমার গল্প। এই পোস্টার ভাইরাল হতেই দলের সমালোচনার মুখে পড়তে হয় ছবির অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার এবং ছবির পরিচালক ও তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তীকে।

আরোও পড়ুন : কান্নাকাটি থেকে রক্তারক্তি! অতীতের কথা উঠতেই আবেগপ্রবণ জন্মভূমির ‘পিসিমা’ মিতা

তৃণমূল ছাত্র পরিষদের এক্স হ্যান্ডেলে শুক্রবার লেখা হয় , ‘দলবিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এনিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।’ এই পোস্টে অবশ্য কোথাও ছবির প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা, এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরি করে নিজের দলের রোষানলে পড়লেন রাজন্যা ও প্রান্তিক।দলের (Trinamool Congress) তরফ থেকে কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন।

Tilottoma

 

তিনি লেখেন,  ‘আর জি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর