বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালিতে (Sandeshkhali) আগামী ১৮ ফেব্রুয়ারির সভা বাতিল করল তৃণমূল (Trinamool Congress)। তার বদলে ন্যাজোট যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী। সেখানে কথা বলবেন স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে। তৃণমূল সূত্রে খবর, মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় থেকেই কর্মসূচীতে বদল আনা হয়েছে। আপাতত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন পার্থ ভৌমিক, সুজিত বসু।
সূত্রের খবর, পরীক্ষা শেষ হলে তারপর অগ্নিগর্ভ সন্দেশখালি নিয়ে আলাপ আলোচনায় বসবেন তারা। আগামী বৈঠকের সম্ভাব্য তারিখ ৩ মার্চ। ঐদিন উপস্থিত থাকবেন পার্থ ভৌমিক (Partha Bhowmik), ব্রাত্য বসু (Bratya BAsu) , তাপস রায়, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। ঐদিন ১ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়েছে শাসকদল।
প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালির বেতাজ বাদশা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত সন্দেশখালি। লাঠি ঝাঁটা হাতে পথে নেমেছে হিন্দু মহিলারা। তাদের উপর হওয়া অত্যাচারের বিবরণ শুনে শিহরিত গোটা রাজ্য। দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠতেই চলতি সপ্তাহের শুরুর দিকে এলাকায় গেছিল তৃণমূলের প্রতিনিধি দল।
আরও পড়ুন : DJ বাজানোর জের, সরস্বতী শোভাযাত্রায় হামলা! দুপক্ষের ধুন্ধুমারে আহত কমপক্ষে ৮
তখনই জানানো হয়েছিল, আসন্ন ১৮ তারিখ সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সেই কর্মসূচী বাতিল করা হয়। সময় বদলে সেই সভার নতুন তারিখ ঠিক হয় আগামী ৩ মার্চ। সভা না হলেও আগামী রবিবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। ন্যাজোটে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন : জোর ঝটকা কংগ্রেসে! এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন কমলনাথ, দলীয় সভা ছেড়ে দিল্লির পথে রওনা
এখানে বলে রাখি, শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। সন্দেশখালিতে তার প্রভাব মারাত্মক। গোটা এলাকার মাছের ভেড়ি সহ একাধিক ব্যবসা বাণিজ্যের দেখভাল তিনিই করে থাকেন। এবং এই করেই দিন দিন ফুলেফেঁপে উঠছে তার সম্পতির পরিমাণ। সম্পত্তি এবং ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষজনের উপর অকথ্য নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওদিকে রেশন দুর্নীতি মামলায় ইডিও তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে।