ডবল ধামাকা! সজল ঘোষকে হারিয়ে বরাহনগর উপনির্বাচনে জয়ী তৃণমূলের সায়ন্তিকা

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটে বঙ্গে সবুজ ঝড়। বিজেপিকে (BJP) দশ গোল গিয়ে যখন দিকে দিকে তৃণমূল (Trinamool Congress) প্রার্থীরা জয়ী হচ্ছেন তখন বরাহনগরেও ফুটলো জোড়াফুল। এবার লোকসভা ভোটের সঙ্গেই বরাহনগরে হচ্ছে উপনির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপির সজল ঘোষকে পরাজিত করে জয়ী হলেন তৃণমূলের সায়ন্তিকা (Sayantika Banerjee)।

প্রথম দিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কিছুটা এগিয়ে থাকলেও পরে ঘুরে দাঁড়ান সায়ন্তিকা। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে দেখা যায় ৭১১ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। আর অবশেষে বিজেপিকে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন ঘাসফুল শিবিরের এই তারকা প্রার্থী।

প্রসঙ্গত, লোকসভা ভোটে সায়ন্তিকাকে টিকিট দেয়নি তৃণমূল। যা নিয়ে খানিক ‘অভিমানও’ প্রকাশ করতে দেখা গিয়েছিল সায়ন্তিকাকে। যদিও এর কিছুদিন পরই বরাহনগরের উপনির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দেয় তৃণমূল।

ভোট প্রচারে বেরিয়ে শুরু থেকেই লাগাতার বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছিল সজলকে। আর ফলাফলেও দেখা গেল তাই। অন্যদিকে উপনির্বাচনে ভগবানগোলায় জয়ী হয়েছে তৃণমূল। আজ তৃণমূলের ডবল ধামাকা। লোকসভার পর বিধানসভাতেও ফুটল পদ্ম।

Sayantika Banerjee

আরও পড়ুন: রাস্তা দিয়ে গেলে “হাঁ” করে তাকিয়ে দেখবে সবাই! ফের একটি দুর্ধর্ষ গাড়ি লঞ্চের পথে Tata Motors, জানুন দাম

প্রসঙ্গত, ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াদ হোসেন সরকার জয়ী হয়েছেন। ১ লাখ ৭ হাজার ১৮টি ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। সেই কারণেই এই আসনে উপনির্বাচনে হয়। আর সেখানেও কংগ্রেস–বিজেপিকে হারিয়ে শেষ হাসি হাসল শাসকদল তৃণমূল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর