গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতাকে গুলি! ধুন্ধুমার নদিয়া, নয়জনকে গ্রেফতার পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে একের পর এক দুর্নীতি মামলায় কোণঠাসা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) আর অপরদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা। সব মিলিয়ে অস্বস্তিতে শাসক দল আর এর মাঝে এবার নদিয়ার (Nadia) তৃণমূল নেতাকে খুনের চেষ্টায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

ঘটনার কেন্দ্রস্থল নদিয়া জেলার করিমপুরের ২ নম্বর ব্লক অন্তর্গত থানারপাড়ার থানা সংলগ্ন পিয়ারপুর এলাকা। তৃণমূল নেতার ওপর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র। হাসিবুল মণ্ডল নামে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গুলি করার ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, হাসিবুল মণ্ডলকে খুনের চেষ্টার ঘটনায় মূলত দলের ভিতর গোষ্ঠী দ্বন্দ্বই প্রধান কারণ। এক্ষেত্রে তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। উল্লেখ্য, এ ঘটনায় তদন্ত শুরু করার পর ওই ব্যক্তির বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্বের কারণ কি? সূত্রের খবর, সম্প্রতি এলাকায় একটি গণ স্বাক্ষর কর্মসূচি হয়। উক্ত অনুষ্ঠানে সই কারচুপি নিয়ে বিতর্ক শুরু হয়, যা পরবর্তীতে গন্ডগোলের চেহারা নেয়। স্থানীয়দের অনুমান, সেদিনকার ঘটনা থেকে যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছিল, তার জেরেই হাসিবুল মণ্ডলের ওপর এহেন হামলা ঘটানো হয়েছে।

Untitled design 2022 08 27T172746.021

যদিও এই ঘটনায় কাদের হাত রয়েছে, সেই প্রসঙ্গে কোন স্পষ্ট ধারণা মেলেনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর পাশাপাশি এই কাণ্ডে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, এলাকার পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকেও এই ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর