বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। ফের একবার বাংলার মসনদ দখলের লড়াইয়ে নেমে পড়বে তৃণমূল (Trinamool Congress), বিজেপি (BJP) সহ রাজ্যের সকল রাজনৈতিক দল। তার আগে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘গড়’ থেকে সামনে আসছে বড় খবর! সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির।
শুভেন্দুর গড়েই ধরাশায়ী বিজেপি (BJP)!
পূর্ব মেদিনীপুরের এগরার আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। ১২ আসনের লড়াইয়ে প্রত্যেকটিতে জয়লাভ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি আসনে জিতেছিল তৃণমূল মনোনীত প্রতিনিধিরা। এরপর নির্বাচনে বাকি ১০টি আসনেও জয়লাভ করে তারা।
জানা যাচ্ছে, এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট শুরু হয়েছিল। মোট আসন সংখ্যা ১২টি, ভোটারের সংখ্যা ৩৯৩। এর মধ্যে ৩৮০টি ভোট পড়েছে। বিকেল হতে না হতেই জানা যায়, প্রত্যেকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
আরও পড়ুনঃ সঞ্জয় রায়ের কি ফাঁসি হবে? এবার রায় ঘোষণা করতে চলেছে হাইকোর্ট! কবে সেই তারিখ?
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে পরপর সমবায় নির্বাচনে বিজেপির এই ব্যর্থতা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগেও বেশ কয়েকটি সমবায় ভোটে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। এবার খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে পরাজয়ের সম্মুখীন হতে হল তাদের। খাতাই খুলতে পারল না বিজেপি।
জানা যাচ্ছে, এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার ভোটে জয়ের মুখ দেখতে পারেনি পদ্ম শিবির (BJP)। এর আগে বা পরে সকল ভোটেই তাদের পরাজিত হতে হয়েছে। যদিও বিজেপি এই হার মানতে চায়নি বলে খবর। অন্যদিকে জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি এই প্রসঙ্গে বলেন, ‘এই জয় থেকে প্রমাণ হয় যে মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। উন্নয়নের সঙ্গে রয়েছে’।