রাস্তায় মত্ত অবস্থায় তৃণমূল নেত্রীর দাদাগিরি? ভিডিও ভাইরাল হতেই পদ খোয়ালেন মহিলা কাউন্সিলর

Published on:

Published on:

Trinamool Congress expels Siliguri councillor from Mayor-in-Council

বাংলা হান্ট ডেস্কঃ রাতে অপ্রকৃতিস্থ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং গালিগালাজ, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল শিলিগুড়িতে। ওই ঘটনার জেরে এবার শাস্তির মুখে পড়লেন শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ শ্রাবণী দত্ত। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কড়া নির্দেশে তাঁকে সরিয়ে দিল পৌরবোর্ড।

মত্ত অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর শ্রাবণী দত্ত

অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন শ্রাবণী দত্ত। ভিডিওতে দেখা গিয়েছিল তিনি মত্ত অবস্থায় চড়াও হচ্ছেন সাধারণ মানুষের উপর। দলীয় (Trinamool Congress) সূত্রে খবর, এই ঘটনার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন মেয়র গৌতম দেব। ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেন শিলিগুড়ির মেয়র। সাংবাদিক বৈঠকে তিনি জানান, দলের নির্দেশেই শ্রাবণী দত্তকে মেয়র পারিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে দেন, ‘‘ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এমন আচরণ মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি রক্ষায় কড়া ব্যবস্থা নিতেই হবে।’’ তাঁর দায়িত্বে থাকা তিনটি দপ্তর অন্য এক মেয়র পারিষদের হাতে তুলে দেওয়া হয়েছে।

যদিও দলের (Trinamool Congress) সিদ্ধান্তকে শ্রাবণী দত্ত মেনে নিয়েছেন। তবে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘‘আমি দলের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি। তবে গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। দলের নির্দেশেই আমি FIR করিনি।’’ নিজের নির্দোষিতার দাবি তুলে তিনি বলেন, তাঁর গাড়ি ভাঙচুর করেছিলেন বহিরাগতরা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, তিনিই মারধর করেছিলেন এবং অকথ্য ভাষায় গালাগাল দিয়েছিলেন।

https://banglahunt.com/arjun-singhs-reason-for-beating-up-bratya-basu-dns/

আরও পড়ুনঃ সেনা প্রসঙ্গে ব্রাত্যের মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি, ‘পেটানোর’ দাবি নিয়ে বিস্ফোরক আক্রমণ অর্জুন সিংয়ের

শিলিগুড়ির ভাইরাল ভিডিও কাণ্ডে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে বহিষ্কার করা হয়েছে মেয়র পারিষদ শ্রাবণী দত্তকে। যদিও তিনি এখনও ষড়যন্ত্রের অভিযোগে সরব, তবে আপাতত তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। এই ঘটনার জেরে শহরের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে।