১৫০০০ টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হয়ে গেল ঘোষণা, কিভাবে মিলবে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ ফের সুখবর দিল রাজ্য সরকার (West Bengal Government)। লোকসভা ভোটের (Loksabha Vote) পর থেকেই একের পর এক বড় ঘোষণা করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। একদিকে সরকারি কর্মীদের জন্য বেড়েছে একাধিক ভাতা। তেমনই লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই বেড়েছে লক্ষীর ভাণ্ডারের টাকা।

মোটা অনুদান দেবে রাজ্য সরকার (West Bengal Government)

সম্প্রতি দুর্গাপুজোর জন্য ক্লাবগুলির জন্যও অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। ৭০ হাজার থেকে বাড়িয়ে এবার ৮৫ হাজার করে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার ‘খেলা হবে দিবস’ (Khela Hobe Divas) উপলক্ষেও ক্লাবগুলিকে অনুদান দেবে নবান্ন।

শুক্রবার রাজ্যের ক্রীড়া দফতর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সকল ক্লাব ‘খেলা হবে দিবস’ পালন করবে তাদের ১৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার (West Bengal Government)। প্রসঙ্গত, ১৬ অগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করা হয়ে থাকে তৃণমূলের পক্ষ থেকে।

জানিয়ে রাখি, ‘খেলা হবে দিবস’ এ রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব নানা রকম খেলার আয়োজন করে থাকে। গত বিধানসভা ভোটে জয়লাভ করার পর থেকেই এই দিনটি পালন করতে শুরু করে রাজ্য সরকার।এবার আরও ধুমধাম করে তা পালন করা হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি কর্পোরেশনে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই ‘খেলা হবে দিবস’ পালিত হবে। এই অনুষ্ঠানে প্রতিটি ক্লাবকে স্থানীয় বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, এসডিও, থানার ওসি সহ স্থানীয় ক্রীড়া সংগঠক পাশাপাশি এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ করতে হবে। সকলের উপস্থিতিতে পালিত হবে ‘খেলা হবে দিবস’।

Mamata Banerjee

আরও পড়ুন: কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির তোলপাড়! দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগ: আবহাওয়ার খবর

ইতিমধ্যেই ক্রীড়া দফতর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যারা যারা ‘খেলা হবে দিবস’ এর আয়োজন করবে সেই সমস্ত আয়োজক ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর