বাংলা হান্ট ডেস্কঃ বারাসাতে প্রকাশ্যে এল তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীকোন্দল। এবার সরাসরি জেলা নেতৃত্বকেই নিশানা করলেন TMCP নেত্রী মাহফুজা রহমান। এক বিস্ফোরক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে ব্লকের দায়িত্ব। তার দাবি, এভাবে চলতে থাকলে কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন, বিরোধীরা আবারও শক্তি পাবে।
তৃণমূল (Trinamool Congress) নেত্রীর বিস্ফোরক পোস্ট
তৃণমূল (Trinamool Congress) নেত্রী মাহফুজার পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি লিখেছেন, “অযোগ্য ব্যক্তিকে টাকার বিনিময়ে এই ব্লকের দায়িত্ব দেওয়া হলে বিরোধীরা আবার মায়ের কোল শূন্য করবে। আমরা চাই না আর কোন কর্মীকে হারাতে। আমরা চাই যোগ্য, শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান কর্মীদের সহযোগী বিরোধীদের চক্ষুশূল এমন একজন সভাপতি।”
তৃণমূল (Trinamool Congress) বিধায়কের প্রতিক্রিয়া
ওই পোস্ট ঘিরে তৃণমূলের (Trinamool Congress) অন্দরে শোরগোল পড়তেই প্রতিক্রিয়া দিলেন হাড়োয়া বিধানসভার তৃণমূল বিধায়ক শেখ রবিউল ইসলাম। তিনি জানিয়েছেন, “দলের উচ্চ নেতৃত্ব, জেলা নেতৃত্ব ঠিক করবেন কে ব্লক সভাপতি হবেন আর কে হবেন না।”
বিষয়টি ঘিরে বিজেপি কটাক্ষ করে বলেছে, “তৃণমূল মানে কাটমানি আর তোলাবাজির দল।” বিজেপির দাবি, এই পোস্টই প্রমাণ করছে দলে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা গভীর।
তবে শাসক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর বক্তব্য, “কে বা কারা কী পোস্ট করেছে সে বিষয়ে আমরা চিন্তিত নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন কে দায়িত্ব পাবেন। এই ধরনের পোস্টকে তৃণমূল গুরুত্ব দেয় না।”
আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই, কাদের নাম আছে?
বারাসাতের এই ঘটনা ফের প্রমাণ করল, পঞ্চায়েত থেকে ব্লক স্তর, সব জায়গায় তৃণমূলের (Trinamool Congress) অন্দরে গোষ্ঠীকোন্দল দানা বাঁধছে। রাজনীতি মহল মনে করছে বিধানসভা ভোটের আগে এই ধরনের গোষ্ঠীকোন্দলে ভোটে প্রভাব ফেলতে পারে।