বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে একের পর এক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতার উপর হামলা ও খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ভাঙড়ে খুন রেজ্জাক খাঁ। মালদা ও বীরভূমেও প্রাণ হারিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা। সেই আবহেই এবার হলদিয়ার (Haldia) তৃণমূল (Trinamool Congress) নেতা পার্থ বটব্যালের উপর খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য।
সরাসরি রাজনীতি ছাড়ার হুমকি
চৈতন্যপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা পার্থবাবুকে হেলমেট পরা দু’জন বাইক আরোহী গালিগালাজ করে। অভিযোগ, তারা তাঁকে রাজনীতি ছাড়তে বলে, না হলে খুনের ভয় দেখায়। পার্থবাবু সুতাহাটা ব্লক তৃণমূল (Trinamool Congress) সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ঘটনার পরেই সুতাহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
পার্থবাবুর অভিযোগ, আগেও তাঁকে একাধিকবার টার্গেট করা হয়েছে। তাঁর দাবি, বিরোধীরা দুষ্কৃতীদের হাত ধরে ভয় দেখিয়ে তৃণমূল (Trinamool Congress) নেতাদের রাজনৈতিক ভাবে কোণঠাসা করতে চাইছে। তাঁর বক্তব্য, “এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত চক্রান্ত।”
ভাঙড়ে খুন, ৩ নতুন গ্রেফতার
এদিকে ভাঙড়ে তৃণমূল (Trinamool Congress) নেতা রেজ্জাক খাঁ খুনে তদন্তে আরও মোড়। তিনজন নতুন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্যও আছেন। তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক শত্রুতার আশঙ্কায় তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ শহিদ দিবসের আগে ভাষার লড়াই! ২১ জুলাইয়ের আগে রাজপথে নামছেন মমতা
ঘনঘন তৃণমূল (Trinamool Congress) নেতা খুন কিংবা হুমকি—সব মিলিয়ে রাজ্যজুড়ে তৈরি হচ্ছে তীব্র আতঙ্ক। শাসক দলের অভিযোগ, এটি বিরোধীদের চালানো সঙ্ঘবদ্ধ ষড়যন্ত্র। রাজনৈতিক শিবিরে ফের প্রশ্ন—এ কি শুধুই ব্যক্তিগত শত্রুতা, না কি এর পিছনে বড় কোনও রাজনৈতিক ছক?