তীব্র জলকষ্ট ও প্যাচপ্যাচে গরমের মধ্যে কম্বল বিতরণ তৃণমূল বিধায়কের! দিলেন অকাট্য যুক্তিও

বাংলা হান্ট ডেস্ক : গরমের হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই চলছে তীব্র দাবদাহ। তাপপ্রবাহের ভয়ংকর পরিস্থিতি বজায় রয়েছে বিগত বেশ কয়েকদিন ধরেই। এই তীব্র গরমে তৃণমূল কংগ্রেস বিধায়ক বিতরণ করলেন কম্বল। এরপরই এই ঘটনা নিয়ে শুরু হয় তুমুল কটাক্ষ। জানা গিয়েছে, নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক (Trinamool Congress MLA) বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Singha Roy) সম্প্রতি এলাকার দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করেন।

এর পরই সমালোচনার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। গরমের জেরে দক্ষিণবঙ্গের বহু জায়গার মতো করিমপুরেও জলের অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জলকষ্ট দূর করতে কোনও রকম পদক্ষেপ না নিয়ে এভাবে কম্বল বিতরণ করায় বিধায়কের স্বাভাবিক বিচার-বুদ্ধি নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

bimalendu 1

 

অবশ্য নিজের এই কাজ নিয়ে সাফাইও দিয়েছেন বিমলেন্দু। তাঁর অভিযোগ, যাঁদের সমালোচনা করার অভ্যাস তাঁরা সবকিছুতেই বিতর্ক খুঁজবেন। তাঁর যুক্তি, সামনেই ইদ। সেই উপলক্ষে এলাকার বাসিন্দাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি। এদিকে জামা কাপড়ের সঙ্গে কিছু কম্বলও ছিল। তাই সেই কম্বলও তুলে দেওয়া হয় কারও কারও হাতে।’ সাধারণ মানুষের কথা ভেবেই নাকি বিধায়ক এই কাজ করেছেন।

তিনি বলেন, এখন কাজে না লাগলেও পরবর্তীতে তো সেই কম্বল কাজে লাগবে সাধারণ মানুষেরই। সেই কথা ভেবেই নাকি তিনি সেই কম্বলগুলি গরমের মধ্যে বিতরণ করে দেন। সঙ্গে ধুতি-কাপড়ও দিয়েছেন তিনি।

কম্বল বিতরণের কারণ হিসেবে আরও একটি অজুহাত দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আগুন লাগার কারণে আমার বিধানসভা কেন্দ্রের ১০ থেকে ১২টি বাড়ি পুড়ে গিয়েছে। তাদেরকেও আমার ডেকে নিয়ে গিয়েছিলাম। তাঁদের রাতে ঘুমনোর কোনও জায়গা নেই। এই কম্বল বিছিয়ে রাতে তাঁরা শুতে পারবে। সব কিছুই দেওয়া হচ্ছে। যাঁদের যাঁদের কম্বল প্রয়োজন তাঁদের দেওয়া হয়েছে। সরকার থেকে মানুষকে শীতবস্ত্র দেওয়ার যে বন্দোবস্ত করা হয়েছিল ইদ উপলক্ষে তা দেওয়া হচ্ছে।’

Sudipto

সম্পর্কিত খবর