খাবারে বিষক্রিয়ার জেরে গুরুতর অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর! আনা হলো SSKM হাসপাতালে

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতে কর্মরত থাকাকালীন আচমকাই অসুস্থতা বোধ এবং পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। যদিও এই মুহূর্তে অনেকটাই সুস্থ রয়েছেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ডেবরার (Debra) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাতের দিকে অফিসে বসে কাজ করছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক। তবে সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে অসুস্থতা বৃদ্ধি পেলে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরকে।

সূত্রের খবর, সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং এরপর দেরি না করে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে পৌঁছে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে তিনি বেশ কিছুটা সুস্থ রয়েছেন বলে খবর।

হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জন্যই অসুস্থতা অনুভব করেন চন্দননগরের প্রাক্তন এই পুলিশ কমিশনার। ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হতে চলেছে বলে খবর। এক্ষেত্রে গতকাল তেলেভাজা জাতীয় খাবার খাওয়ার ফলে এই বিষক্রিয়া কিনা, তা শারীরিক পরীক্ষার পরই জানা যাবে।

humayun kabir 1 1

উল্লেখ্য, অতীতে চন্দননগরের পুলিশ কমিশনার পদে নিযুক্ত থাকলেও সম্প্রতি চাকরি থেকে অবসর নেন হুমায়ুন কবীর। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং গত বিধানসভা নির্বাচনে ডেবরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন। পরবর্তীতে রাজ্যের মন্ত্রিসভাতেও জায়গা পান তিনি। গতকাল তাঁর অসুস্থতার খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা।


Sayan Das

সম্পর্কিত খবর