বাংলা হান্ট ডেস্ক রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অতীতেও একাধিক বার আর্থিক তছরূপের অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলি। তবে এবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে আর্থিক গোলযোগের অভিযোগ আনলো তাঁরই পুরনো দল ফরওয়ার্ড ব্লক। বর্তমানে তাঁর বিরুদ্ধে প্রায় 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। যদিও এর পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল বিধায়ক।
অতীতে ফরওয়ার্ড ব্লক দল করলেও 2015 সালে সেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উদয়নবাবু। তার আগেই নাকি তিনি 15000 টাকা চাঁদা এবং কোচবিহারের দিনহাটায় 14 লাখ টাকার সুভাষ ভবন আত্মসাৎ করে নেন! বর্তমানে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এহেন অভিযোগ তুলল কোচবিহার জেলার ফরওয়ার্ড ব্লক সম্পাদক অক্ষয় ঠাকুর। তিনি বলেন, “সুভাষ ভবন আমাদের দলের টাকায় তৈরি করা হয়েছিল। 14 লাখ টাকার বেশি দিয়ে এটি তৈরি করা হয়। এই সুভাষ ভবন এবং এছাড়াও চাঁদার টাকা মিলিয়ে মোট 15 লাখ টাকা আত্মসাৎ করেছে উদয়ন গুহ।”
যদিও অক্ষয় ঠাকুরের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল বিধায়ক। তিনি এদিন বলেন, “পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ভোট কমতে কমতে বর্তমানে 5 শতাংশে গিয়ে ঠেকেছে আর ফরওয়ার্ড ব্লকের সেই হার দুইয়েরও নিচে! ওদের এখন রাজনীতিতে মন দেওয়া উচিত। অন্য কাউকে ছোট করার মানসিকতা নিয়ে চললে হবে না। আমি আমার আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যে কথা বলতে চালু করেছি। মানহানির মামলা করলে ও-ই বেশি প্রচার পাবে। আমরা চাই যে, সকল জনগণের সামনে অক্ষয় নিজের ভুল স্বীকার করুক।”
এরপরে তৃণমূল বিধায়ক আরও একধাপ এগিয়ে বলেন, “রাস্তায় একবার দেখা হলে কান ধরিয়ে আমি হিসেব বুঝিয়ে দেব। অক্ষয় ঠাকুর কে।”