বৃদ্ধার ঘর জবরদখল করে TMC-র পার্টি অফিস! ছাড়তে বলায় যা হল … তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালে একটি ঘর ভাড়া দিয়েছিলেন। সেখানে তৈরি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পার্টি অফিস। প্রথম দু’বছর ঘরভাড়াও পেয়েছিলেন তিনি। তবে এখন আর কিচ্ছু দেওয়া হচ্ছে না। এক কথায়, সেই ঘরটি জবরদখল করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান বৈকুণ্ঠপুর ২ পঞ্চায়েতে।

পুষ্পা চক্রবর্তী নামের সেই বৃদ্ধার অভিযোগ, তাঁর ঘর ভাড়া নিয়ে TMC-র পার্টি অফিস (Party Office) তৈরি করা হয়েছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্যা মিতা দাস এর নেতৃত্বে ছিলেন। পরপর দুই বছর ভাড়া পেলেও এখন তা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে বর্তমানে পুষ্পাদেবীর শারীরিক অবস্থা ভালো নয়। বিছানায় শয্যাশায়ী তিনি। এদিকে ঘর ভাড়া বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে তাঁর।

পুষ্পাদেবীর বোনের কথায়, একাধিকবার পঞ্চায়েত সদস্যা মিতাকে ঘর ছাড়ার বিষয়ে বলা হয়েছে। এমনকি বহুবার ঘর ছাড়ার কথাও বলা হয়েছে। কিন্তু এমনটা করলেই দেওয়া হচ্ছে হুমকি। শেষমেষ বাধ্য হয়ে বর্ধমান ২ নং ব্লকের বিডিও, থানা, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত অফিসে গোটা বিষয়টি জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কোনও রকম সুরাহা হয়নি বলে খবর।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার! লোকসভার স্পিকার পদে জোর লড়াই, NDA-র ওম বিড়লার বিরুদ্ধে প্রার্থী কে?

এদিকে বৈকুণ্ঠপুর ২ পঞ্চায়েতের TMC সদস্যা মিতা এই প্রসঙ্গে বলেন, ২০১৯ সাল থেকে যথাসময়ে ঘর ভাড়া দিয়ে আসছেন তিনি। এটি একটি পার্টি অফিস। ওই বৃদ্ধা মিথ্যে অভিযোগ করছেন বলেও দাবি করেন জোড়াফুল শিবিরের ওই নেত্রী।

trinamool congress tmc flags

মিতা স্পষ্ট বলেন, এটি রাজ্যের শাসক দলের একটি পার্টি অফিস। এখানে একজন সদস্য বসেন। তাই এই কার্যালয় এভাবে বন্ধ করে দেওয়া যায় না। উনি বলেছেন বলেই পার্টি অফিসের ঝাঁপ ফেলে দেওয়া সম্ভব নয় বলে জানান TMC- র পঞ্চায়েত সদস্যা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর