বাংলা হান্ট ডেস্ক : গতকালের মত আজও ফের লোকসভা চত্ত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। বিরোধীদের সঙ্গে একমঞ্চে নয়, বরং সংসদের বাইরে পৃথকভাবে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। বুধবার সকালে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ব্যানার-প্ল্যাকার্ড হাতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদদের।
গ্যাসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর সেই প্রসঙ্গেই কেন্দ্রের জবাবদিহি চেয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বিক্ষোভকারী সাংসদদের মধ্যে রয়েছেন মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দি রায়, মৌসম বেনজির নূর, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, সৌগত রায়, সুখেন্দু শেখর রায় সহ অন্যরা। এলআইসি, স্টেট ব্যাঙ্কের মতো রাষ্ট্রয়াত্ব সংস্থাগুলির বেহাল দশা নিয়েও সরব হয়েছে তৃণমূল।
এদিন তৃণমূল সাংসদরা হাতে ব্যানার ও এলপিজি সিলিন্ডারের রেপ্লিকা নিয়ে সমবেত স্লোগান দেন, ‘বিজেপি হুঁশিয়ার হুঁশিয়ার! মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। নরেন্দ্র মোদি হুঁশিয়ার।’ তাঁরা এদেন আরও বলে, ‘দেশের নেত্রী কেমন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হবে। প্রধানমন্ত্রী লোকসভায় এসে জবাব দিন। জবাব আপনাকে দিতেই হবে।’
@AITCofficial MP’s protest over gas and other essentials price hike infront of the Gandhi statue in Parliament against central government pic.twitter.com/tVALQ0hcuC
— Bangla Hunt (@BanglaHunt) March 15, 2023
সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। প্রসঙ্গত, আজ বুধবার দ্বিতীয় পর্বের তৃতীয় দিন। আর প্রথম থেকেই আদানি সহ একাধিক ইস্যুতে উত্তাল সংসদ। বিরোধীদের বিক্ষোভের জেরে দুই কক্ষেই বারবার মুলতুবি হয়েছে অধিবেশন। এর মধ্যেই অধিবেশনের প্রথম দিনের শুরুতেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংসদে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে রণকৌশল ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়।
এদিন বিরোধী মঞ্চে অনুপস্থিত ছিল তৃণমূল। দলের কোনও সাংসদকেই কংগ্রেসের ডাকা এই বিরোধী বৈঠকে দেখা যায়নি। মঙ্গলবারও একইভাবে স্ট্র্যাটেজি নির্ধারণে বৈঠক ডেকেছে কংগ্রেস। তবে সেখানেও তৃণমূলকে দেখা যাবে না। দলীয় সূত্রে খবর, তৃণমূল মঙ্গলের বিরোধী বৈঠকেও যোগ দেবে না। বদলে ঘাসফুল সাংসদদরা পৃথকভাবে ধরনা বিক্ষোভ প্রদর্শন করছেন গান্ধী মূর্তির সামনে।