বাংলা হান্ট ডেস্ক : কয়েক দিন আগেই সর্ব ভারতীয় তকমা (All India Tag) কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এবার মেঘালয় (Meghalaya) থেকেও মুছে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস (Trimanool Congress)। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বড় রকম ভাঙনের মুখে পড়তে চলেছে মেঘালয় তৃণমূল। পাহাড়ি রাজ্যে তৃণমূল কংগ্রেসের মুখ মুকুল সাংমা (Mukul Sangma) নাকি দল ছাড়তে চলেছেন।
২০২৩ মেঘালয় নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। সে রাজ্যে জোড়াফুল শিবিরের প্রাপ্ত ভোট শতাংশ ছিল ১৩.৭৮। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি ২৬ টি আসনে জিতে ক্ষমতায় রয়েছে। পাঁচটি আসনে জেতে তৃণমূল।
দেখে নেওয়া যাক মেঘালয়ে কোন কোন আসনে জিতেছে তৃণমূল? আমপাতি থেকে জেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিয়নি শিরা। যিনি তৃণমূল নেতা মুকুল সাংমার মেয়ে। জয়ের ব্যবধান ২,২৭৭। নঙ্গথিম্মাই থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতেন চার্লস পিঙ্গরোপ। ১,১৯৯ ভোটে জেতেন। রাজাবালা থেকে জেতেন তৃণমূল প্রার্থী মিজানুর রহমান কাজি। মাত্র ১০ ভোটে জিতেছেন।
অপরদিকে, দাদেঙ্গগ্রে থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী রূপা মারাক। জিতেছেন ১৮ ভোটে। সোঙ্গসক থেকে জিতেছেন মুকুল সাংমা। ৩৭২ ভোটে জিতেছেন।
জানা যাচ্ছে, মুকুল সাংমা সহ আরও ৩ বিধায়ক দল ছাড়তে চলেছেন। গোপন সূত্রে খবর, তাঁরা সবাই বিজেপিতে যোগ দিতে পারেন। তবে হঠাৎ কেন মুকুলের এই সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক মহলে। সর্বভারতীয় তকমা চলে যাওয়ার মুকুল সাংমার এই বিরাট সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।