বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম দফায় নির্বাচন রয়েছে রাজ্যের ৮টি কেন্দ্রে। এর মধ্যে অন্যতম হল হাওড়া। আগামী ২০ মে ভোট (Lok Sabha Election) হবে এখানে। এবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) প্রচারে বেরিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন। ‘গো ব্যাক’ স্লোগান শুনে কার্যত মেজাজ হারাতে দেখা যায় তাঁকে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ৯:৩০ নাগাদ তৃণমূল (Trinamool Congress) বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে প্রচারে করছিলেন প্রসূন। হুডখোলা গাড়িতে চেপে বেলগাছিয়ার মনসাতলায় প্রচার করছিলেন তাঁরা। সেই সময়ই দলের বেশ কিছু পুরনো কর্মী প্রসূনকে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। তা দেখে মেজাজ হারান হাওড়ার তৃণমূল প্রার্থী (Howrah TMC Candidate)। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।
প্রসূনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মীরা বলেন, লোকসভা ভোটের প্রস্তুতিতে শিবপুর বিধানসভা কেন্দ্রের পুরনো দলীয় কর্মীদের তেমন গুরুত্ব দেওয়া হয়নি। বুথে বুথে কীভাবে দায়িত্ব পালন করা হবে সেই বিষয়েও তাঁদের ডেকে কিছু বলা হয়নি। এই বিষয়ে ওই কর্মীদের তরফ থেকে একাধিকবার সাংসদকে জানানো হয়েছে বলে খবর। কিন্তু তা সত্ত্বেও এখনও অবধি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর তাতেই চটে গিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ দিলীপের কনভয়ে হামলা, ভাঙা হল কাঁচ! গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূল কর্মী, ধুন্ধুমার মন্তেশ্বর
এদিন প্রসূনের প্রচার চলাকালীনই কার্যত ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের ওই পুরনো কর্মীরা। এভাবেই যদি চলতে থাকে তাহলে শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষে লিড পাওয়া কঠিন হয়ে যাবে বলে দাবি। সম্পূর্ণ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলকে বিঁধেছেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।
পদ্ম প্রার্থীর কথায়, ‘শিবপুর বিধানসভা কেন্দ্রে যেভাবে তোলাবাজি সহ নানান ধরণের কাটমানির খেলা হচ্ছে, তাতে সাংসদ এবং মন্ত্রী দু’জনেই দায়ী। আজ ক্ষোভ চেপে না রাখতে পেরে বিক্ষোভ দেখিয়েছে মানুষ’। উল্লেখ্য, হাওড়ায় বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপির ভরসা রথীন। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।