বাংলা হান্ট ডেস্কঃ একদিকে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান, অন্যদিকে বজবজ বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক। দুই পদে থেকেই আর্থিক মুনাফা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক অশোক দেবের (Ashok Kumar Deb) বিরুদ্ধে। আর এই কারণে ওনার বিরুদ্ধে হাইকোর্টে ‘অফিস অফ প্রফিট”-এ মামলা দায়ের হয়েছে।
তৃণমূল বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে এই মামলা দায়ের হওয়ার পর ওনার বিধায়ক পদ খারিজ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, অশোকবাবু বার কাউন্সিলের চেয়াম্যান হিসেবে নির্দিষ্ট বেতন পান। আর উনি এই পদ না ছেড়েই বিধানসভা নির্বাচনে লড়েছেন এবং জিতেওছেন। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। আর এই কারণেই ওনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
তৃণমূল বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন আইনজীবী শঙ্খশুভ্র মুখোপাধ্যায়। বজবজ কেন্দ্রের বিধায়ক পদ থেকে ওনাকে সরাতেই এই মামলা দায়ের করা হয়েছে। সম্ভবত শুক্রবার এই মামলার শুনানি হতে চলেছে হাইকোর্টে।
সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?