বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের নতুন কর্মসূচীকে এবার কটাক্ষ করলেন বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। দিদিকে বলো-তে দারুণ সাফল্য পেয়ে এবার বাংলা ভাষাকেই কাজে লাগিয়ে বাংলার মানুষকে তৃণমূল মন্ত্রে দীক্ষিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একুশের মঞ্চ থেকে আভাষ দিয়ে, এবার তা কাজে করে দেখানোর সময় এসে গেছে।
সোজা বাংলায় বলছি
অনলাইনে একুশের মঞ্চ থেকে একাধিক নতুন প্রতিশ্রুতিতে অঙ্গীকার বদ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সূত্র ধরেই বাংলা ভাষাকে টার্গেট করে এবার এগিয়ে যাওয়ার লক্ষ্যে তৃণমূল। গৃহীত হচ্ছে নতুন প্রচারাভিযান ‘সোজা বাংলায় বলছি’। এবার থেকে ভিডিও বার্তা পৌঁছাবে মানুষের কাছে। সপ্তাহে তিনদিন অর্থাৎ বুধবার এবং শুক্রবার ও রবিবার সকাল ১১টায় মাত্র এক মিনিটের একটি সাড়া জাগানো ভিডিও পোস্ট করা হবে স্যোশাল মিডিয়ায়।
পরিবেশনায় ডেরেক ও’ব্রায়েন
‘সোজা বাংলায় বলছি’ এই ভিডিও সিরিজ পরিবেশনার দায়িত্বে থাকবেন রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আগামী কয়েকমাস ধরে এই ভিডিও সিরিজে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরা হবে।
তৃণমূলকে বিঁধলেন সৌমিত্র খাঁ
তৃণমূলের এই নতুন কর্মসূচীর বিরোধীতা করে কটাক্ষ করে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। ভিডিওতে তিনি বললেন, ‘সোজা বাংলায় বলছি- তৃণমূলের চোরসহ ভাইপো চোরকে দূর হাঁটাও, বাংলার সরকার থেকে মমতা দিদিকে হাঁটাতে হবে। চোর তৃণমূল দূর হাঁটো’।
https://www.facebook.com/watch/?v=732071524003207
তৃণমূলের নতুন কর্মসূচী ‘সোজা বাংলায় বলছি’র পরিপ্রেক্ষিতে তিনি তৃণমূলকেই নিশানা করে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন স্যোশাল মিডিয়ার পর্দায়।