বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস (DC) এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আর এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় দিল্লি ক্যাপিটালসকে। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 196 রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে 137 রানেই শেষ হয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস। এইদিন ব্যাট হাতে ব্যর্থ হন বেঙ্গালুরু প্রত্যেক ব্যাটসম্যান কিন্তু লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি। 39 বলে 45 রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি কিন্তু দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হন তিনি।
Le Virat Kohli 🔥
King is here 🤭❤️#IPL2020 #RCBvDC pic.twitter.com/GAPOqr1A0q
— Kagiso Rabada (@KagisoJii) October 5, 2020
Scenes kuch aise hone wale hai😂 #IPL2020 pic.twitter.com/HrmwZ6sjAT
— mon (@4sacinom) October 5, 2020
Rabada gets big fish Kohli; looks tough for RCB now… pic.twitter.com/Y2X9v6oPTF
— Amit Kumar Chanda (@ameeet11) October 5, 2020
আর এই ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হতে হয় ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। যদিও এই ম্যাচে বিরাট কোহলি ভালো পারফরম্যান্স করেছে তবুও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল করা হয়েছে বিরাট কোহলিকে নিয়ে। অপরদিকে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন দিল্লি ক্যাপিটালস বোলার কাগিসো রাবাডা। চার ওভার বল করে তিনি তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রাবাডা।