দুরত্ব কমতেই চমক দীপা-সূর্যর, কামাল দেখাচ্ছে শ্রাবণ-ওমকারের জুটিও! এই সপ্তাহে TRP টপার কে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার করে বাংলা টেলি সিরিয়ালের টিআরপি রিপোর্ট কার্ড প্রকাশ হয়। তবে চলতি সপ্তাহে বৃহস্পতিবার ছিল গণেশ পুজো। তাই এবার একদিন দেরিতে প্রকাশ হয়েছে টিআরপি রিপোর্ট কার্ড। সদ্য প্রকাশিত টিআরপিতে খুব একটা যে চমক রয়েছে তা কিন্তু নয়। তবে নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে জগদ্ধাত্রী।

অঙ্কিতা মল্লিক অভিনীত এই মেগা সিরিয়ালটি গত সপ্তাহে দ্বিতীয় স্থান থেকে নেমে যায় চতুর্থ স্থানে। তবে এবার ব্লুজ প্রোডাকশনের জগদ্ধাত্রী চ্যানেলের শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে, ‘অনুরাগের ছোঁয়া’ ধরে রেখেছে নিজের সেরার সেরা খেতাব। ধীরে ধীরে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটতে শুরু করেছে সূর্য-দীপার।

আরোও পড়ুন : শেষ মুহূর্তের কাজ চলছে দেশের গভীরতম মেট্রোয়, উদ্বোধনের দিন নিয়ে বড় খবর শোনাল কর্তৃপক্ষ

কিন্তু মিশকা নতুন ফন্দি আঁটছে তাদের আলাদা করার জন্য। সত্যি জানার পর অনুশোচনায় ভুগছে সূর্য। এই অবস্থায় সূর্য কি পারবে দীপাকে ফিরে পেতে? সিরিয়ালের গল্পের মতই উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শকদের মনেও। হুহু করে রেটিং বৃদ্ধি পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (৮.৯)। ৮.৪ পয়েন্ট পেয়েছে ‘জগদ্ধাত্রী।’

আরোও পড়ুন : পাহাড়প্রেমীদের জন্য বিরাট খবর, পুজোয় দার্জিলিংয়ে এবার আরও বেশি মজা! বড় ঘোষণা রেলের

এ সপ্তাহে সেরা পাঁচটি সিরিয়ালের মধ্যে জি বাংলার চারটি সিরিয়াল রয়েছে। যথাক্রমে ৭.৮ ও ৭.৭ নম্বর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু।’ পারিবারিক কলহ, শাশুড়ি-বৌমার অশান্তি, পরকীয়ার বিষ, এসব কিছু নিয়েও সেরা ৫-এ জায়গা করে উঠতে পারছে না মানালি দে-র ‘কার কাছে কই মনের কথা’।

tomader rani serial actor actress real identity

চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা ১০ সিরিয়াল:

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪)

তৃতীয়- ফুলকি (৭.৮)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৭)

পঞ্চম- রাঙা বউ (৬.৮)

ষষ্ঠ- সন্ধ্যাতারা (৬.৭)

সপ্তম- কার কাছে কই মনের কথা (৬.৬)

অষ্টম- খেলনা বাড়ি (৬.৫)

নবম- লাভ বিয়ে আজকাল (৬.৪)

দশম- হরগৌরী পাইস হোটেল (৬.৩)

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X