পুজোর পরেই ঘুরে গেল খেলা, পরিণীতা-পরশুরাম সবাই ফেল, কে হল বেঙ্গল টপার?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর পরপরই গত সপ্তাহে প্রকাশ্যে এসেছিল টিআরপি (TRP) তালিকা। শারদোৎসবের মাঝেও সিরিয়ালের দর্শক ছিল উল্লেখযোগ্য। প্রায় প্রতিটি ধারাবাহিকেই এখনও দেখানো হচ্ছে পূজো স্পেশ্যাল পর্ব। আর তাতেই বাজিমাত করেছে একাধিক ধারাবাহিক। এমনকি বদলে গিয়েছে টিআরপি (TRP) সেরার নামও।

টিআরপি (TRP) তালিকায় এসেছে বড় বদল

গত দু সপ্তাহ ধরে বেঙ্গল টপারের স্থানে ছিল ‘পরিণীতা’। কিন্তু এ সপ্তাহে প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছে সিরিয়ালটি। শীর্ষস্থানে উঠে এসেছে জি বাংলারই আরেক জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। দ্বিতীয় স্থানেই ৫.৯ পয়েন্ট (TRP) নিয়ে রয়েছে ‘পরিণীতা’।

TRP list revealed after durga puja

কোন স্থানে রয়েছে কোন মেগা: তিন নম্বরে জায়গা পেয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালটি পেয়েছে ৫.৫ নম্বর (TRP)। সামান্যর জন্য পিছিয়ে গিয়েছে ফুলকি। ৫.৪ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার সিরিয়ালটি।

কমেছে সিরিয়ালের নম্বর: পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামাটি তীরন্দাজ’। নম্বর কমলেও অবশেষে সেরা পাঁচে জায়গা ধরে রাখতে পেরেছে রাঙামতি। ৫.৩ পেয়েছে এই সিরিয়াল। ৫.১ নম্বর (TRP) পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পরশুরাম এবং আমাদের দাদামণি।

আরও পড়ুন : মুম্বাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মারের সঙ্গে বৈঠক মোদীর! কোন কোন বিষয়ে হল আলোচনা?

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- চিরদিনই তুমি যে আমার (৬.১)

দ্বিতীয়- পরিণীতা (৫.৯)

তৃতীয়- জগদ্ধাত্রী (৫.৫)

চতুর্থ- ফুলকি (৫.৪)

পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৫.৩)

ষষ্ঠ- পরশুরাম, আমাদের দাদামণি (৫.১)

সপ্তম- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৪.৭)

অষ্টম- কথা (৪.৫)

নবম- তুই আমার হিরো, লক্ষ্মীঝাঁপি, জোয়ার ভাঁটাঅনুরাগের ছোঁয়া, গৃহপ্রবেশ (৪.৪)

দশম- চিরসখা (৪.৩)

আরও পড়ুন : আরও বাড়তে পারে যাত্রী সংখ্যা, যাতায়াত মসৃণ করতে এই ব্যস্ত স্টেশনে বড় উদ্যোগ মেট্রোর

এ সপ্তাহে বড়সড় রদবদল হয়েছে টিআরপি তালিকায়। বেশ কিছু ধারাবাহিকের নম্বর কমেছে। অনেক সিরিয়াল টিআরপি কমায় নেমে গিয়েছে তালিকার নীচে।