বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জিনিস। কিন্তু আরজি কর কাণ্ডের আবহে কি সেই নেশাটাই একটু একটু করে কমছে? চলতি সপ্তাহের টিআরপি তালিকা যেন সেই প্রশ্নটাই তুলে দিল। প্রত্যেক সপ্তাহের মতো এই বৃহস্পতিবারও বাংলা সিরিয়ালের ‘রেজাল্ট’ (TRP) বেরিয়েছে। সপ্তাহব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেঙ্গল টপারের সিংহাসন কে দখল করেছে তা জানতে মুখিয়ে রয়েছেন সকলে।
ফুলকি-পর্ণা নয়, এবার বেঙ্গল টপার হল কে (TRP)?
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় যেন ‘পালাবদল’ চলছে। এর আগে একটা সময় জি বাংলার একচ্ছত্র আধিপত্র দেখা যাচ্ছিল। তবে বিগত ২-৩ সপ্তাহ ধরে বাজিমাত করছে জলসার ধারাবাহিকরা (Bengali Serial)। চলতি সপ্তাহে যেমন ৭.৩ পয়েন্ট সহযোগে বঙ্গসেরা হয়েছে ‘কথা’। দ্বিতীয় স্থানে রয়েছে একসঙ্গে তিনটি মেগা।
আরও পড়ুনঃ আন্দোলনের মাঝেও পুলিশের প্রাণ ফেরালেন ডাক্তাররা! তাদেরই বাস চালকদের সঙ্গে তুলনা দেবাংশুর?
গত সপ্তাহে বেঙ্গল টপারের আসন দখল করেছিল স্টার জলসার ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। এই সপ্তাহে দ্বিতীয় হয়েছে এই সিরিয়াল। ‘ফুলকি’, ‘উড়ান’এর পাশাপাশি ৭.১ পেয়েছে এই মেগা। অন্যদিকে একাধিকবার বঙ্গসেরা হওয়া ‘নিম ফুলের মধু’ যুগ্মভাবে তৃতীয় হয়েছে। ৬.৪ রেটিং সহযোগে থার্ড হয়েছে জলসার ‘রোশনাই’ এবং জি বাংলার নিম ফুল (Neem Phooler Madhu)।
- টিআরপি (TRP) তালিকায় সেরা ১০ বাংলা সিরিয়াল
প্রথম- কথা (৭.৩)
দ্বিতীয়- ফুলকি/ গীতা এলএলবি/ উড়ান (৭.১)
তৃতীয়- নিম ফুলের মধু/ রোশনাই (৬.৪)
চতুর্থ- জগদ্ধাত্রী/ কোন গোপনে মন ভেসেছে/ শুভ বিবাহ (৬.১)
পঞ্চম- বঁধুয়া (৫.৬)
ষষ্ঠ- মিঠিঝোরা (৫.৫)
সপ্তম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪)
অষ্টম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.০)
নবম- কে প্রথম কাছে এসেছি (৪.৫)
দশম- মালাবদল/ তেঁতুলপাতা/ পূবের ময়না (৩.৬)
রাজ্য, রাজনীতি থেকে বিনোদন, আরজি কর কাণ্ডের আঁচ এসে পড়েছে সর্বত্র। বেশ কিছু ধারাবাহিকেও নারী সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম হল জি বাংলার ‘কে প্রথম কাছে এসেছি’। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় নবম স্থান দখল করেছে এই মেগা। তবে শোনা যাচ্ছে, আশানুরূপ রেটিং না হওয়ার কারণে শীঘ্রই শেষ হয়ে যাবে এই সিরিয়াল। অন্যদিকে দুপুরের স্লটে শুরু হওয়া জি বাংলার নতুন দুই ধারাবাহিকও টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি।