মোদীর কাছে করোনার চিকিৎসার জন্য ওষুধ চেয়ে কাতর আবেদন ডোনাল্ড ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে হাইড্রোক্লোরোকুইন (Hydroxychloroquine) ওষুধ পাঠানোর আবেদন করেন। ভারত (India) গত মাসে এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। ট্রাম্প বলেন, উনি শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলে হাইড্রোক্লোরোকুইন ওষুধ পাঠানোর আবেদন করেন।

trump 1 2

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিজের নিয়মিত সংবাদদাতা সন্মেলনে বলেন, ‘আমি আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলি। ভারত প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরোকুইন বানায়। ভারত এই বিষয়ে গম্ভীর ভাবে বিচার করছে।” বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় (DGFT) ২৫ মার্চ এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও DGFT জানিয়েছে, মানবতার খাতিরে এই ওষুধ রপ্তানি করা যেতে পারে।

করোনা ভাইরাসে তিন লক্ষের বেশি আক্রান্তের সংখ্যা আর আট হাজারের বেশি মানুষের মৃত্যুর পর আমেরিকা এই মহামারীতে অধিক প্রভাবিত দেশের তালিকায় চলে এসেছে। এই ভাইরাসের এখনো পর্যন্ত কোন ওষুধ পাওয়া যায়নি। আমেরিকার আর গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা দিনরাত এক করে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা বানানো আর ওষুধ আবিস্কার করার পদ্ধতি খুঁজছে। এই মহামারীর কারণে গোটা বিশ্বে এখনো পর্যন্ত ৬৪ হাজার মানুষের জীবন গেছে। আর ১১ লক্ষ ৫৩ হাজার ১৪২ জন এই ভাইরাসে আক্রান্ত।

trump 2 1

কিছু প্রাথমিক পরিণামের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাইড্রোক্লোরোকুইন ওষুধের ব্যবহার করার উপর জোর দিচ্ছে। এই ওষুধ কয়েক দশক ধরে ম্যালেরিয়ার চিকিৎসা করা আসছে। গত শনিবার আমেরিকার খাদ্য এবং ঔষধি প্রশাসনের থেকে মঞ্জুরি পাওয়ার পর কিছু অন্যান্য ওষুধের সাথে ম্যালেরিয়ার ওষুধ মিলিয়ে নিউ ইউর্কে প্রায় ১ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর