মার্কিন শুল্কের ধাক্কা, বিপাকে জয়পুরের গয়না শিল্প, মাথায় হাত ব্যবসায়ীদের

Published on:

Published on:

Trump tariff impacting on India gems and jewelley

বাংলাহান্ট ডেস্ক: মার্কিন শুল্কের ধাক্কা ভারতে(India)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছেন। এর ফলে এখন কার্যত ভারতীয় রফতানির ওপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপছে মার্কিন বাজারে। এই সিদ্ধান্তে সরাসরি ধাক্কা খেয়েছে ভারতের গয়না শিল্প, বিশেষ করে জয়পুরের মতো শহর যেখানে গয়না রফতানি দীর্ঘদিন ধরেই আমেরিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। জয়পুরের আঁকাবাঁকা সরু গলিগুলো, যেগুলি বিখ্যাত তাদের রঙিন গয়নার দোকানের জন্য, সেখানে এখন বাতাসে উদ্বেগের সুর ভেসে বেড়াচ্ছে।

ভারতে শুল্কের ধাক্কা (India)

জয়পুরের অন্যতম বিখ্যাত গয়নার দোকান ‘জেম প্যালেস’-এর মালিক সুধীর কসলিওয়াল জানিয়েছেন, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে তাদের ব্যবসা প্রায় স্তব্ধ হয়ে গেছে। এই দোকান থেকে একসময় অর্ডার দিতেন বিশ্বের বহু নামজাদা ক্রেতা, এমনকি আমেরিকার জনপ্রিয় টেলিভিশন হোস্ট ওপরাহ উইনফ্রে কিংবা প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিসও ছিলেন তাদের গ্রাহকের তালিকায়। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। সুধীরের কথায়, “শুল্কের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রফতানির অর্ডার কার্যত বন্ধ হয়ে গেছে। ক্রেতারা আর কোনও নতুন অর্ডার দিচ্ছেন না। এতে আমাদের ব্যবসার উপর ভয়ঙ্কর প্রভাব পড়ছে।”

আরও পড়ুন:-খরচ হবে ১২,০০০ কোটি টাকারও বেশি! ভারতে শুরু হচ্ছে ৪ টি নতুন রেল প্রকল্প, বিহার-আসামে নতুন লাইন

তিনি আরও বলেন, জয়পুরে পর্যটক হিসেবে যারা আসেন তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই আমেরিকান। ফলে শুধু রফতানি নয়, স্থানীয় বাজারও ক্ষতিগ্রস্ত হতে চলেছে। কারণ মার্কিন খদ্দেররা আর গয়না কিনতে চাইবেন না। দেশে ফিরে সেই গয়নার ওপর ৫০ শতাংশ শুল্ক দিতে হবে, যা তাদের জন্য একেবারেই অস্বস্তিকর।

তথ্য অনুযায়ী, জয়পুরের গয়নার রফতানির পরিমাণ বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এর মধ্যে একাই ৩২০০ কোটি টাকার রফতানি হয় আমেরিকায়। এতদিন ধরে আমেরিকা জয়পুরের গয়না ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বড় বাজার ছিল। কিন্তু শুল্ক বৃদ্ধির ফলে সেই বাজার কার্যত হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জয়পুর জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং একজন বড় রফতানিকারক অলোক সোনখিয়া জানান, এই সময়েই সাধারণত তারা ক্রিসমাস মৌসুমের জন্য প্রচুর অর্ডার পেতে শুরু করেন। কিন্তু এবছর পরিস্থিতি একেবারেই ভিন্ন। তাঁর কথায়, “এই সময়ে ক্রিসমাসের জন্য আমরা অর্ডার পাই, কিন্তু এবার এখনও পর্যন্ত একটিও অর্ডার আসেনি।”

Trump tariff impacting on India gems and jewelley

আরও পড়ুন:- বারবার এক ভুল করছেন? ১০ গুণ বেশি হবে জরিমানা! সেপ্টেম্বর থেকেই বাইক চালকদের জন্য জারি নয়া নিয়ম

শিল্প মহলের আশঙ্কা, এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে জয়পুরের হাজার হাজার কারিগর ও ছোট ব্যবসায়ী মারাত্মক সংকটে পড়বেন। গয়না শিল্প শুধু রফতানির উপর নির্ভর করে না, এটি জয়পুরের পর্যটন ও সাংস্কৃতিক অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমেরিকার মতো একটি বড় বাজার হারানো মানে এই শিল্পের আয়ে বিপুল ধাক্কা। ব্যবসায়ীরা মনে করছেন, বিকল্প বাজার খুঁজে বের করা ছাড়া আর কোনও উপায় নেই। কিন্তু এতদিন ধরে যে বাজারে তারা প্রতিষ্ঠিত ছিলেন, তা হারানো সহজে পূরণ হওয়ার নয়।

ফলে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কেই টানাপড়েন তৈরি করেনি, সরাসরি আঘাত হেনেছে ভারতের ঐতিহ্যবাহী গয়না শিল্পে। জয়পুরের গলিঘুঁজির চকচকে পাথরের ঝলক যেখানে একসময় বিদেশি ক্রেতাদের টানত, এখন সেখানে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তার আঁধার।