আর কদিন! ভারতে ট্রাম্প টাওয়ারের সংখ্যা ছাপিয়ে যাবে USA’কেও! কোথায় কোথায় আছে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী ৪ বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন এই মার্কিন ধনকুবের। রাজনীতির পাশাপাশি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য ব্যবসায়ী।

দেশজুড়ে বাড়ছে ট্রাম্প টাওয়ারের (Trump Tower) সংখ্যা

বাবার ব্যবসায় যোগদান করে ক্যারিয়ার শুরু করা ট্রাম্প এখন নিজেই গড়ে তুলেছেন বিশাল রিয়েল এস্টেট সাম্রাজ্য। আমেরিকার গণ্ডি ছাড়িয়ে ট্রাম্পের ব্যবসায়িক ছটা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সেই তালিকায় অন্যতম সেরা অবস্থান রয়েছে ভারতের।মোদি সরকারের আমলে আমেরিকার সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হয়েছে। 

mobile banner

ভারতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে মার্কিন বিনিয়োগ। সেই বিনিয়োগপতিদের মধ্যেও কিন্তু শক্ত আসন তৈরি করে ফেলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক বছরে ভারতে উল্লেখযোগ্য ভাবে ট্রাম্প টাওয়ার (Trump Tower) আবাসন প্রকল্প মাথা তুলে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন চারটি ট্রাম্প টাওয়ার ইতিমধ্যে রয়েছে ভারতে।

আরোও পড়ুন : ৩০ নভেম্বর অবধি সময়! আলুর আগুন দাম! এবার কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

তবে যে হারে ভারতের (India) ট্রাম্প টাওয়ারের জনপ্রিয়তা বাড়ছে, তাতে খুব শীঘ্রই ভবনের সংখ্যায় আমেরিকাকেও পিছনে ফেলে দেবে ভারত। মুম্বাই, পুনে, গুরগাঁও, নয়ডা, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে আগামী দিনে গড়ে উঠতে চলেছে ট্রাম্প টাওয়ার (Trump Tower)। এখনো পর্যন্ত চারটি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছে ভারতে।

Trump Tower

ভারতে ট্রাম্প টাওয়ারের নির্মাণের দায়িত্বে থাকা ট্রাইবেকার ডেভলপারস বলছে,  বর্তমানে যে হারে ট্রাম্প টাওয়ারের জনপ্রিয়তা দেশে বৃদ্ধি পাচ্ছে, তাতে ভবনের সংখ্যায় খুব শীঘ্রই আমেরিকাকেও পিছনে ফেলবে ভারত। ট্রাইবেকার ডেভলপারসের কর্ণধার কলপেশ মেহেতা জানিয়েছেন, ভারতে গত ১ যুগে আমরা চারটি ট্রাম্প টাওয়ার নির্মাণ করেছি।

আরোও পড়ুন : পাকিস্তানের ফুটপাত থেকে লন্ডনে ক্যাফে! ভাইরাল চা ওয়ালার সাফল্যের কাহিনি হার মানাবে সিনেমাকেও

এগুলির মধ্যে দুটি প্রকল্প সম্পূর্ণ শেষ করে হস্তান্তর করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বাকি দুটি হস্তান্তর করে দেওয়া হবে। বিশ্বের অন্যান্য দেশের থেকে আমেরিকার পর সবথেকে বেশি ট্রাম্প টাওয়ার (Trump Tower) রয়েছে ভারতে। নতুন করে ৬টি প্রকল্পের জন্য চুক্তি হচ্ছে। খুব শীঘ্রই আমরা ভবনের সংখ্যায় ছাড়িয়ে যাব আমেরিকাকেও (USA)।

মুম্বাই, পুনে, গুরগাঁওতে ইতিমধ্যেই ট্রাম্প টাওয়ার রয়েছে। আগামীদিনে বিলাসবহুল এই আবাসন প্রকল্প তৈরি হতে চলেছে ভারতের একাধিক শহরে।বিশেষজ্ঞদের মত, এই টাওয়ারগুলি পাঁচতারা হোটেলের থেকে কম কিছু নয়। হোটেল, রিসর্ট, গলফ ক্লাবের মতো অনেক অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এতে। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প টাওয়ারের জনপ্রিয়তা চোখে পড়ার মতো বৃদ্ধি পাচ্ছে ভারতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর