বাংলা হান্ট ডেস্ক: গত বছরেই নিষ্ক্রিয় করা হয় আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) টুইটার অ্যাকাউন্টটি। মূলত, আমেরিকার ক্যাপিটালে হামলার সঙ্গে যুক্ত থাকা এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে টুইটার থেকে নির্বাসিত করা হয়েছিল ট্রাম্পকে। তবে, এবার তিনি ফের প্রত্যাবর্তন করলেন টুইটারে। আর এর সৌজন্যে রয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk)।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টুইটারের মালিকানা পাওয়ার পরেই মাস্ক ঘোষণা করে দিয়েছিলেন যে, এবার থেকে টুইটারে সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করা হবে। পাশাপাশি, কাউকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি। এমতাবস্থায়, ট্রাম্পকে ফের টুইটারে ফিরিয়ে আনার ঘটনা মাস্কের ওই ঘোষণারই ফলাফল বলে অনুমান করা হচ্ছে।
শুধু তাই নয়, ট্রাম্পকে টুইটারে ফেরানো উচিত কি না, এই প্রসঙ্গে একটি ভোটাভুটিরও আয়োজন করেছিলেন মাস্ক। এমতাবস্থায়, সেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোটপ্রদান করেন লক্ষ লক্ষ মানুষ। সেই ফলাফলের ওপর ভর করেই তিনি ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।
মূলত, গত শনিবার “ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনা উচিত?” এই প্রশ্ন তুলে টুইটারে ভোটাভুটি চালু করেছিলেন মাস্ক। সেখানে অংশগ্রহণকারীরা “হ্যাঁ” অথবা “না”-তে উত্তর দিয়েছেন। এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ জন। যদিও, ভোটাভুটির শেষে সামগ্রিক ফলাফলে দেখা যায় যে, রীতিমতো কান ঘেঁষে এই ভোটে ফল এসেছে ট্রাম্পের পক্ষে। তাঁর পক্ষে ভোট দিয়েছিলেন ৫১.৮ শতাংশ মানুষ।
The people have spoken.
Trump will be reinstated.
Vox Populi, Vox Dei. https://t.co/jmkhFuyfkv
— Elon Musk (@elonmusk) November 20, 2022
এদিকে, এই প্রসঙ্গে একটি টুইট মারফত মাস্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, “মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। তাই ট্রাম্প আবারও টুইটারে ফিরে আসবেন।” পাশাপাশি, ওই টুইটে ল্যাটিনে “ভক্স পপুলি ভক্স দেই” এই বাক্যটি লেখেন মাস্ক। যার অর্থ হল, “মানুষের স্বরই ঈশ্বরের স্বর।” এমতাবস্থায়, মাস্কের ঘোষণা মত, তারপরই সক্রিয় হয়ে গিয়েছে ট্রাম্পের পুরোনো টুইটার অ্যাকাউন্টটি।