বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ পরিবর্তিত হচ্ছে মানুষের মানসিকতার। এমনকি, সর্বত্রই এই রেশ পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এখন বারংবার মানুষের সততাকে (Honesty) নিয়েও প্রশ্ন উঠতে থাকে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি রীতিমতো অবাক করে দেবে সবাইকে।
সাম্প্রতিক সময়ে যেখানে অর্থের কাছে অনেকেই ঝুঁকে যান ঠিক সেই আবহেই সততার বিরল নজির স্থাপন করলেন এক TTE (Travelling Ticket Examiner)। মূলত, অনেক সময়ে ট্রেনে সফরকালে ভুলবশত বিভিন্ন জিনিসপত্র থেকে যায় যাত্রীদের। ঠিক সেইরকমই ট্রেনে টাকার খাম অজান্তেই পড়ে গিয়েছিল এক যাত্রীর।
এমন পরিস্থিতিতে, এলাহাবাদ-মথুরা এক্সপ্রেস ট্রেনের সিট থেকে ৫০ হাজার টাকা ভর্তি খাম খুঁজে পেয়ে তা ফেরত দিলেন এক কর্তব্যরত TTE। শুধু তাই নয়, এর সাথে তিনি সততার বিরল নজিরও স্থাপন করেছেন।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত বুধবার প্রয়াগরাজ থেকে বিকানের ট্রেনের বি-১ কোচের ১৩ নম্বর সিটে সফর করছিলেন সুনীল কুমার নামের এক যাত্রী। এদিকে, রাতের দিকে তাঁর কাছে থাকা ৫০,০০০ টাকার খামটি ট্রেনে পড়ে যায়। এমতাবস্থায়, ট্রেনে ডিউটিতে থাকা TTE নিবেদন সিং ওই খামটি পড়ে থাকতে দেখেন।
সেটিকে দেখতে পেয়েই তিনি সেখানে থাকা ঘুমন্ত যাত্রীদের ওই খামের কথা জানান। সেই সময়েই সুনীল জানান ওই টাকাগুলি তাঁর। পুরো বিষয়টি স্পষ্ট হতেই ৫০ হাজার টাকার খামটি সুনীলকে ফেরত দিয়ে দেন নিবেদন সিং। এদিকে, এই ঘটনা সামনে আসতেই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন সকলেই।