ফের মেট্রো বন্ধ, হেনস্থায় ভুগতে হল যাত্রীদের

 

বাংলা হান্ট ডেস্ক :- ফের হেনস্থা কলকাতা বাসীর। অফিস ফেরত যাত্রীদের হতে হলো নাজেহাল।

 

সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,ঠিক ১০ মিনিট আগেই বন্ধ হয়েছে মেট্রো, এ ব্যপারে মেট্রোর এক কর্মী জানান-‘এখনই সঠিক কারণ জানা যাচ্ছেনা মেট্রো কেন বন্ধ, তবে মনে হয় পাওয়ার সাপ্লাই বন্ধ রয়েছে,।

ddc49 1532406856

তাই এখনই বলা যাচ্ছেনা মেট্রো কখন খুলবে। আপাতত অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই যাত্রীদের।

সম্পর্কিত খবর