বাংলাহান্ট ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন এবং দিল্লীর (Delhi) হিংসার বিষয়ে যেসকল দেশ ভারতকে (India) টিপ্পুনি কেটেছে, তাঁদেরকে ভারতের বিদেশ মন্ত্রী কড়া ভাষায় জবাব দিয়েছেন। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S. Jayashankar) নিউ দিল্লীতে গ্লোবাল বিজনেস সভায় সেইসকল দেশকে কড়া জবাব দিয়ে বলেন, ‘দুনিয়ার কোন দেশ সবার জন্য নিজেদের দরজা উম্নুক্ত করে দেয় না। প্রত্যেকটি দেশের একটা নিজস্ব বৈশিস্ট থাকে’।
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সংযুক্ত রাষ্ট্র মানবাধিকারের বিরোধিতা করে বলেন, ‘পাকিস্তান (Pakistan) সন্ত্রাসবাদ কাজকর্মে এতটাই যুক্ত যে তাদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখতে চায় না ভারত। কারণটা সকলেই জানে যে ভারতে সন্ত্রাসবাদী হামোলা কোথা থেকে আর কিভাবে কাদের দ্বারা হচ্ছে’।
সেইসঙ্গে তিনি UN এর কাছে জমা রাখা রিপোর্ট দেখতে বলেন। যেখানে পরিস্কার করে লেখা আছে যে কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের সঙ্গে তাদের সংঘর্ষের বিষয়ে UN এর সামান্যতম হস্তক্ষেপের বিষয়।
CAA নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জবাব দেন, বিভিন্ন দেশের এই বিষয়ে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে এখন আমাদের মিত্র দেশের আসল চেহারা দেখতে পাচ্ছি। বিদেশ মন্ত্রী যে দৃঢ়তার সাথে সেই সব প্রশ্নের জবাব দিলেন, তাতে করে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল। এরপর থেকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে যে সকল দেশ বিনা অনুমতিতে নাক গলাবে, তাদের পক্ষে ভবিষ্যতে ভারতের থেকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আশা করা বৃথা হবে। বিদেশ মন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়ায় আশা করা যাচ্ছে বিরোধীরা কিছুটা হলেও দমে যাবে।