বাংলাহান্ট ডেস্ক: ধরুন এমন একটি ক্রুজার বাইক পেলেন যা এক কথায় আরামদায়ক হওয়ার পাশাপাশি দারুণ পারফর্ম্যান্সও দেয়। শুধু তাই নয়, এর নকশাও এমন যে রাস্তায় বের হলেই সবাই তাকিয়ে দেখে। কী ভাবছেন? এর জন্য অনেক খরচ করতে হবে আপনাকে? ক্রুজার বাইকের আকাশছোঁয়া দামের কারণেই পিছিয়ে আসেন বহু মানুষ। কিন্তু এই সমস্যার সমাধানে এ বার মাঠে নেমেছে টিভিএস (TVS)।
ভারতে বহু মানুষই একটি ক্রুজার বাইক কিনতে চান। যাতে আরামে অনেক দূরের গন্তব্যও সহজেই পার করে ফেলা যায়। কিন্তু এই বাইকগুলির মাইলেজ খুব বেশি হয় না। তার উপর আকাশছোঁয়া দামের কারণে অনেকেই এগুলি কিনতে পারেন না। টিভিএস এই সমস্যার সমাধান করতে নতুন এক বাইক এনেছে। এটি যেমন দেখতে, তেমনই দুর্দান্ত এর ফিচার্স।
টিভিএস-এর এই বাইকটির নাম হল Zeppelin R। এটিই টিভিএস-এর প্রথম ক্রুজার বাইক। এর হ্যান্ডেলবারগুলি উঁচু এবং তুলনামূলকভাবে চওড়া। এছাড়াও এর চাকার আকারও বড় এবং আরোহী যাতে আরামে বসতে পারেন তাই সিটের নকশাতেও পরিবর্তন রয়েছে। অনেক বেশি দূরত্ব সফর করতে আরোহীর যাতে ক্লান্তি না আসে সেই ব্যবস্থা করা হয়েছে এই বাইকে।
টিভিএস Zepplin R টিভিএস রনিন নামেও পরিচিত। এই মুহূর্তে এই বাইকটির পরীক্ষা চলছে। এতে থাকছে একটি ২২৫ সিসির সিঙ্গল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এতে ব্যবহার করা হয়েছে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। পেট্রোল ইঞ্জিনের সঙ্গে এতে ৪৮ ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারিও থাকছে। যার থেকে ২০ অশ্বশক্তি এবং ১৯.৯৩ Nm টর্ক উৎপন্ন হয়। এই বাইকে একটি ৫-স্পিডের গিয়ারবক্স থাকছে। শীঘ্রই একটি ইলেকট্রিক মডেলও আসবে এই বাইকের।
এছাড়াও এই বাইকে এলইডি হেডল্যাম্প, স্প্লিট সিট থাকছে। এর সামনের চাকা ১৭ ইঞ্চির এবং পিছনের চাকা ১৫ ইঞ্চির। এতে একটি ইনস্ট্রুমেন্ট কনসোলও থাকছে। পাশাপাশি এতে থাকছে স্মার্টফোন যোগ করার সুবিধা, স্মার্ট বায়ো চাবি, মোনোশক ইউনিট। এটির দু’টি চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। কবে থেকে এটি ভারতের বাজারে আসবে তা এখনও জানায়নি সংস্থা। আশা করা হচ্ছে, ২০২৪-এর জানুয়ারিতে এটি বাজারে লঞ্চ হবে।
তবে দামের দিক থেকে বাজিমাত করেছে টিভিএস। তারা জানিয়েছে, এ বার স্কুটারের দামেই পাওয়া যাবে একটি আস্ত ক্রুজার বাইক। এটির এক্স শো-রুম দাম ধরা হয়েছে ১.৪৯ লক্ষ টাকা থেকে ১.৭০ লক্ষ টাকার মধ্যে। মোট ৬টি রঙের বিকল্পে মিলবে এই ক্রুজার বাইক। এতে একটি ১৪ লিটারের জ্বালানি ট্যাঙ্ক থাকছে। মাইলেজের দিক থেকেও অনেক কিছু দাবি করেছে টিভিএস। সংস্থার দাবি, Zeppelin R প্রতি লিটার পেট্রোলে ৪২.৯৫ কিলোমিটার চলতে সক্ষম।