‘তুই একাই মণিকর্ণিকা, চিনকে আক্রমণ করে দেশকে বাঁচা’, কঙ্গনাকে বেলাগাম আক্রমণ অনুরাগ কাশ‍্যপের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের টুইট (tweet) যুদ্ধ কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) ও পরিচালক অনুরাগ কাশ‍্যপের (anurag kashyap) মধ‍্যে। কুইন অভিনেত্রীকে নজিরবিহীন আক্রমণ করলেন পরিচালক। তীব্র কটাক্ষ করে কঙ্গনাকে তিনি বলেন, “তুই একাই মণিকর্ণিকা। চার পাঁচ জন মিলে চিনকে আক্রমণ কর।”

টুইটে তোপ দেগে অনুরাগ কাশ‍্যপ লেখেন, ‘ব‍্যস তুই একাই আছিস বোন। একাই মণিকর্ণিকা। তুই না চার পাঁচ জনকে নিয়ে আক্রমণ কর চিনকে। দেখ কতটা ভেতরে ঢুকে এসেছে। দেখিয়ে দে ওদের যে যতদিন তুই আছিস এই দেশের কেউ কিচ্ছু করতে পারবে না। তোর বাড়ি থেকে তো LAC মাত্র একদিনের রাস্তা। যা শেরনি। জয় হিন্দ’।


এমন টুইটের পর কঙ্গনা যে মুখে কুলুপ এঁটে থাকবেন তা সম্ভব নয়। পালটা খোঁচা মেরেছেন তিনিও। টুইটে কঙ্গনা লেখেন, ‘ঠিক আছে আমি সীমান্তে যাচ্ছি, আপনি আগামী অলিম্পিকসে যাবেন। দেশের গোল্ড মেডেল প্রয়োজন। এই সব কোনো বি গ্রেড ফিল্ম না যে অভিনেতা যা খুশি হয়ে যাবে। আপনার বুদ্ধি এত কমে গেল কিকরে? যখন আমাদের বন্ধুত্ব ছিল তখন তো বেশ চালাক ছিলেন।’

এখানেই শেষ না। আরও একটি টুইট করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘আমাকে খুব লড়াকু বলে মনে হতে পারে কিন্তু তা সত‍্যি নয়। আমি কোনোদিন আগে থেকে যুদ্ধ শুরু করিনা। কেউ যদি সেটা মিথ‍্যে প্রমাণ করতে পারে আমি টুইটার ছেড়ে দেব। ভগবান কৃষ্ণ বলেছেন কেউ যদি যুদ্ধ করতে চায় তাহলে বাধা দেওয়া উচিত নয়।’

শিবসেনা ও মুম্বই পুলিসের বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয় শাসক দলের গুণগান করছেন সম্প্রতি কঙ্গনা। এই নিয়ে বলিউড তথা রাজনৈতিক মহলেও জোর শোরগোল শুরু হয়েছে। সব লাইমলাইট এখন কঙ্গনার উপরেই। অপরদিকে অনুরাগ কাশ‍্যপ যে চিরদিনই কট্টর বিজেপি বিরোধী তা সকলেই জানেন। এহেন দুজনের মধ‍্যে টুইটার যুদ্ধ তাই নতুন নয়।

X