বাংলাহান্ট ডেস্ক : কথায় রয়েছে জলই জীবন। এই জল খেতে গিয়েই মৃত্যু হল এক খুদের। তারে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বারো বছরের ইরফানের। শনিবার ঘটনাটি ঘটেছে নবান্নের কাছে কাজিপাড়ার মালিবাগান এলাকায়।
জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল ছোট্টো ইরফান। খেলতে খেলতে জল তেষ্টা পেয়েছিল তার। গলা শুকিয়ে গেলে জল খেতে যাচ্ছিল সে। যাওয়ার সময়েই ঘটল বিপত্তি। তারে পা পড়ে যায় ইরফানের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তখনই লুটিয়ে পড়ে মাটিতে। ঘটনাটি লক্ষ্য করেন স্থানীয়রা। তারাই ধরাধরি করে উদ্ধার করে শিশুটিকে। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শিবপুর থানার পুলিশ।
মৃত শিশুর নাম ইরফান। বয়স বারো। পড়ত ক্লাস সিক্সে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল ইরফান। মাঠে জল খাওয়ার জন্য সে জল খেতে যাচ্ছিল। তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ইরফানের পরিবারের পক্ষ থেকে দাবি, একটি অনুষ্ঠান উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছিল গোটা এলাকা। কারেন্টের তার দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল স্থানীয় একটি ক্লাব থেকে। ইরফান যে মাঠে খেলছিল, সেই মাঠেই পাশেই পড়ে ছিল বিদ্যুতের তার। সেখানে পা পড়ে গিয়েছিল বছর বারোর ইরফানের।
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শিবপুর থানার পুলিশ। ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছিল এলাকায়। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। কী ভাবে ঘটনাটি ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।