বাংলা হান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে ততই বাস এবং ট্রেনের মত গণপরিবহনগুলিতে বাড়ছে ভিড়। এমনকি অফিস টাইমে তো রীতিমতো তিলধারণের জায়গা থাকে না সেখানে। যার ফলে বাদুড়ঝোলা অবস্থাতেই যেতে হয় নিত্যযাত্রীদের। যদিও কোনো কোনো ক্ষেত্রে আবার সিটে বসা নিয়েই যাত্রীদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এমনকি কখনও কখনও তা পৌঁছে যায় হাতাহাতিতেও। যাঁরা নিয়মিত বাস কিংবা ট্রেনে চড়েন তাঁদের কাছে এই দৃশ্য অত্যন্ত স্বাভাবিক। তবে, এবার বাসের সিট নিয়ে দুই প্রৌঢ়ের ঝগড়ায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে সর্বত্র।
শুধু তাই নয়, ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। পাশাপাশি সিট নিয়ে ঝগড়া যে কতটা উত্তেজক হতে পারে সেই বিষয়টিও পরিলক্ষিত হয়েছে সেখানে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে নেটমাধ্যম ব্যবহার করেন না এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া মুশকিল।
একটু সময় পেলেই তাই সবাই ডুব দেন সোশ্যাল মিডিয়ার জগতে। আর সেখানেই পাওয়া যায় নিত্য-নতুন ভাইরাল হওয়া সব ভিডিও। যেগুলি মনোরঞ্জনের জন্য দেখতে পছন্দ করেন সকলে। সেই রেশ বজায় রেখেই এবার এই দুই প্রবীণ ব্যক্তির ঝগড়া দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তির বলা বক্তব্য “বহুত জাগাহ হ্যায়, নেহি জাগাহ হ্যায়”- কে নিয়েও তৈরি হচ্ছে একের পর এক মিম।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, বাসের সিটে দু’জন প্রবীণ ব্যক্তি বসে রয়েছেন। কিন্তু, তাঁদের মধ্যে চলছে তুমুল ঝগড়া। মূলত, সিটে থাকা জায়গা নিয়েই ওই ঝগড়া শুরু হয়। যা একটা সময়ে রীতিমতো উত্তেজক পরিস্থিতি তৈরি করে। শুধু তাই নয়, ওই দুই প্রৌঢ় বারংবার “বহুত জাগাহ হ্যায়, নেহি জাগাহ হ্যায়”-এই কথাটুকুই বলতে থাকেন। তবে, এখানেই শেষ নয়, একটা সময়ে দু’জন একে অপরকে ঠ্যালা দিতেও থাকেন।
Me to my stomach after eating the 9th piece of Gulaabjamun pic.twitter.com/0Sutq1gEsX
— Sagar (@sagarcasm) July 3, 2022
এদিকে, বাসের সিট নিয়ে এই ঝগড়াতেই বর্তমানে মজেছেন নেটাগরিকরা। শুধু তাই নয়, রীতিমতো ঝড়ের গতিতে ভাইরালও হচ্ছে এই ভিডিওটি। @sagarcasm নামের এক ব্যবহারকারী টুইটারে এই ভিডিওটি সামনে আনেন। যা এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। এমনকি, লাইক করেছেন ১৭ হাজার জন। সর্বোপরি, এই ঝগড়ার দৃশ্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মজাদার প্রতিক্রিয়াও জানাতে থাকেন নেটিজেনরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “বাসের সিট নিয়ে এই ঝগড়া যুগের পর যুগ ধরে চলে আসছে।” আবার কেউ লিখেছেন, “এক্কেবারে সঠিক উত্তরের ঝগড়া চলছে।” এক কথায়, ভিডিওটি কার্যত “সুপারহিট” সোশ্যাল মিডিয়ায়।