বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ICC মহিলা বিশ্বকাপের জন্য ভারতে থাকা অস্ট্রেলিয়ার দুই মহিলা খেলোয়াড় ইন্দোরে (Indore) শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া আজ ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের শেষ লিগ পর্বের ম্যাচ খেলবে। জানা গেছে যে, ইন্দোরের একটি হোটেল থেকে এক ক্যাফেতে যাওয়ার সময় ওই দুই মহিলা খেলোয়াড় শ্লীলতাহানি করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার।
ইন্দোরে (Indore) চাঞ্চল্যকর ঘটনা:
এমতাবস্থায়, ওই মহিলা ক্রিকেটাররা তাৎক্ষণিকভাবে জরুরি ফোন (Indore) করেন। তথ্য পেয়ে নিরাপত্তা ঘটনাস্থলে পৌঁছন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স এমআইজি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর, পুলিশ একটি FIR দায়ের করে এবং অভিযুক্ত যুবক আকিলকে গ্রেফতার করে।

সংবাদ সংস্থা PTI অনুসারে, একজন আধিকারিক বলেছেন যে শুক্রবার খাজরানা রোড (Indore) এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় জড়িত থাকা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী বলেন, দুই ক্রিকেটারই তাঁদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই মোটরসাইকেলে থাকা এক যুবক তাঁদের অনুসরণ করতে শুরু করে। পাশাপাশি, এটাই অভিযোগ উঠে যে, কি যুবক খেলোয়াড়দের মধ্যে একজনকে আপত্তিজনকভাবে স্পর্শ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: চা-প্রেমীদের জন্য জরুরি খবর! দিনে কত কাপ চা খাওয়া নিরাপদ, জানালেন করিনার পুষ্টিবিদ
ঘটনাটির পরিপ্রেক্ষিতে ওই দুই মহিলা ক্রিকেটার দলের নিরাপত্তা আধিকারিক ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সামগ্রিক তথ্য পেয়ে সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্র (Indore) উভয় খেলোয়াড়ের সঙ্গে দেখা করেন এবং তাদের বক্তব্য রেকর্ড করা হয়। তারপরে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৭৪ (একজন মহিলার শালীনতা ক্ষুণ্ন করার জন্য অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ৭৮ (পিছু হটা)-এর অধীনে এমআইজি থানায় একটি FIR দায়ের করা হয়।
আরও পড়ুন: শীতের স্পেশাল হালুয়া! গাজরের বদলে কুমড়ো, ঘরে বসেই বানিয়ে নিন মিষ্টির নতুন স্বাদ, জানুন রেসিপি
পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, একজন পথচারী সন্দেহভাজনের (Indore) মোটরসাইকেলের নম্বরটি লিখে রেখেছিলেন। যার ভিত্তিতে অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, “ওই যুবকের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।”













