সিপিএমের পতাকা হাতে উঠে পড়লেন তৃণমূলের মঞ্চে! তারপর? পূর্ব বর্ধমানের ঘটনায় শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ সিপিএমের পতাকা হাতে সোজা তৃণমূলের (Trinamool Congress) মঞ্চে উঠে পড়লেন। রবিবার সন্ধ্যায় এমন এক চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামের বিষ্ণুপুর অঞ্চলে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমের পাতায় স্থান করে নিয়েছে সেই ঘটনা। ঠিক কী ঘটেছিল গতকাল? সেই নিয়ে শুরু হয়েছে চর্চা।

গতকাল লাল ঝান্ডা কাঁধে নিয়ে কার্যত মিছিল করে TMC-র সভায় ঢুকে পড়েন পূর্ব বর্ধমানের অমরপুর গ্রাম পঞ্চায়েতের দু’জন সদস্য। ওই দুই বাম (CPIM) সদস্যের সঙ্গে আরও বেশ কয়েকজন সমর্থন এবং অনুগামীও ছিলেন। সিপিএমের পতাকা হাতেই সোজা মঞ্চে উঠে পড়েন। এরপর সিপিএমের পতাকা হাত থেকে নামিয়ে তুলে নেন জোড়াফুলের পতাকা।

১৯ আসন বিশিষ্ট অমরপুর গ্রাম পঞ্চায়েতে গতবারের ভোটে TMC জিতেছিল। ১৩টি আসনেই জয়ী হয়েছিল জোড়াফুল শিবির। ৫টি আসন সিপিএম এবং মাত্র ১টি আসনে জিতেছিল বিজেপি। তবে এবার সিপিএমের পাঁচ পঞ্চায়েত সদস্যের মধ্যে দু’জন দলবদল করলেন। রবিবার সন্ধ্যায় TMC-র পতাকা তুলে নেন তাঁরা। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার।

আরও পড়ুনঃ ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৩ জেলায় জারি বৃষ্টির হলুদ সতর্কতাঃ আবহাওয়ার খবর

গতকাল বিষ্ণুপুর অঞ্চলের সিপিএমের দু’জন পঞ্চায়েত সদস্য শেখ আজহারউদ্দিন ও মাসকুরা খাতুন TMC-তে যোগ দেন। এর ফলে ওই এলাকায় জোড়াফুল শিবিরের আরও শক্তি বৃদ্ধি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই বিষয়ে তৃণমূলের আউশগ্রাম ২ ব্লক সভাপতি শেখ আব্দুল লালন বলেন, এই দুই সদস্যের যোগদানের ফলে অমরপুর অঞ্চলে আমাদের দলের সংগঠন আরও মজবুত হল।

trinamool congress tmc flags

এদিকে সদ্য সিপিএম ছেড়ে TMC-তে যোগদান করা পঞ্চায়েত সদস্য শেখ আজহারউদ্দিন বলেন, বিধায়ক অভেদানন্দ থান্দার যেভাবে এই এলাকায় জনগণের হয়ে কাজ করছেন সেটা দেখে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের কথায়, ‘এখানে জোর করার কোনও ব্যাপার নেই। পাড়ায় পাড়ায় মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলি রাখতেই TMC-তে যোগদান করেছি’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর