যোগীরাজ্যে দুই দলিত বোনকে ধর্ষণ করার ঘটনায় গ্রেফতার ৫, একজনের এনকাউন্টার করল পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর (Lakhimpur) জেলায় দুই দলিত বোনকে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম জুনায়েদ, সোহেল, আরিফ, হাফিজ, ছোট ও করিমুদ্দিন। পুলিশের সঙ্গে সংঘর্ষে জুনায়েদ গুলিবিদ্ধ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতিতাদের প্রলোভন দেখিয়ে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটে গত বুধবার। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই খেরির পুলিশ সুপার আইপিএস সঞ্জীব সুমন বলেছেন যে, সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ছোটু নামে এক ব্যক্তি প্রথমে অভিযুক্তদের সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দেয় এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

এসপি আরও জানান, বন্ধুত্বের পর ছেলেগুলি গ্রামে এসে মেয়ে দুটিকে প্রলোভন দেখিয়ে মাঠে নিয়ে যায়। এরপর তাদের ধর্ষণ করে। তারপর সেখানে মেয়ে দুটি অভিযুক্তকে বিয়ে করার জন্য জেদ করতে থাকে। ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা মেয়ে দুটির শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা প্রমাণ নষ্ট করতে মেয়ে দুটির লাশ গাছে ঝুলিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত তথ্যের ভিত্তিতেই তদন্ত করা হচ্ছে। পুলিশ জানায়, নিহতদের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। সূত্রের খবর, নিহতদের পোস্টমর্টেমে নারী চিকিৎসকরাও উপস্থিত থাকবেন এবং পুরো ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X