বাংলাহান্ট ডেস্ক : ইউটিউবে তাঁরা অশ্লীল মিউজিক ভিডিও বানাচ্ছেন, যাতে ক্ষতি হচ্ছে সমাজের। এই অভিযোগে দুই মহিলা ইউটিউবারকে গরম রড দিয়ে বেধড়ক পেটাল একদল দুষ্কৃতীরা (YouTuber Beaten)। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার রহড়া এলাকায়। সন্নতি মিত্র ও শ্রী ভদ্র নামে দুই ইউটিউবার মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁরা রহড়া থানায় অভিযোগও দায়ের করেছেন।
সোদপুর অমরাবতী এলাকায় থাকেন সন্নতি মিত্র এবং শ্রী ভদ্র। অভিনয়ের পাশাপাশি তাঁরা মডেলিংও করেন। দু’জনেরই একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যনেলে তাঁরা তাঁদের মিউজিক ভিডিও আপলোড করেন। গত ২ সেপ্টেম্বর ‘রসগোল্লা’ নামের একটি মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করেন সন্নতি ও শ্রী। এই ভিডিওতে তাঁদের দু’জনের পাশাপাশি দুই পুরুষ অভিনেতাকেও দেখা গেছে। এক লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ওই ভিডিও।
সন্নতি অভিযোগ করেন, ‘এই ভিডিওটিকে অশ্লীল বলে খবর রটানো হচ্ছে চারদিকে।’ তাঁর দাবি, ভিডিওটি ইউটিউবে হিট করেছে। সেই সাফল্য সেলিব্রেট করার জন্যই তাঁরা রহড়ার দোপেরিয়ায় এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথেই কয়েকজন যুবক তাঁদের রাস্তা আটকায়। ওই যুবকেরা বাইকে চেপে এসেছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্নতি ও শ্রীকে। এমনকি ওই রকম অশ্লীল ভিডিও কেন আপলোড করা হয়েছে সেই নিয়েও হুমকি দেওয়া শুরু করে তাঁদের। তারপর হঠাৎই বাইক থেকে নেমে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে দুজনকে। দু’জনেরই মাথার পেছনের দিকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। সারা শরীরেও গরম রড দিয়ে মারা হয়েছে বলে জানা যাচ্ছে।
সন্নতি জানান, ‘দুষ্কৃতীরা বলছিল বাঙালির সন্তান হয়ে কেন এমন অশ্লীল ভিডিও বানানো হয়েছে। তাহলে কি ইউটিউবারদের স্বাধীনভাবে কাজ করার কোনও অধিকার নেই? এখন সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত উঠতি শিল্পীরা তাঁদের প্রতিভা দেখানোর চেষ্টা করছেন, তাঁদেরই দমিয়ে দেওয়া হচ্ছে। নতুন শিল্পীদের উঠতে না দেওয়ার জন্য পরিকল্পনা করে এমন হামলা চালানো হয়েছে। পুলিস নিরাপত্তা না দিলে আমরা বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছি।’
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিস। তবে এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী ধরা পড়েনি বলেই জানা যাচ্ছে।