বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিও (video) ভাইরাল (viral) হয় যা দেখে নিমেষের মধ্যে সমস্ত মন খারাপ কেটে গিয়ে মুখে ফুটে ওঠে হাসি। বারবার দেখতে ইচ্ছা করে এমন ভিডিও। সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওটিও তেমনই।
বলিউডের প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলের (asha bhosle) জনপ্রিয় হিন্দি গান (hindi song) ‘পিয়া তু অব তো আজা’র সুরে নেচে উঠেছেন দুই বৃদ্ধা মহিলা। ব্যস্ত রাস্তার মাঝেই উদ্দাম ‘ঠুমকা’ লাগাতে দেখা গিয়েছে তাঁদের। ভিডিওটি এতই ভাইরাল হয়েছে যে শেয়ার করে তারিফ করেছেন খোদ আশা ভোঁসলে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচল করছে। তার মধ্যেই উদ্দাম নাচ শুরু করেছেন দুই বৃদ্ধা মহিলা। তাঁদের দেখে ফুটপাতবাসী বলেই মনে হয়। কিন্তু নাচের স্টেপে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারেন মডার্ন যুবতীদেরও। গানের তালে তালে তাঁদের ঠুমকা দেখে চোখ কপালে উঠেছে নেটজনতার। বয়স ও অর্থ যে জীবনে আনন্দের পথে কোনও বাধা নয় সেটাই বুঝিয়ে দিয়েছেন ওই বৃদ্ধারা।
This is so cute☺️ pic.twitter.com/xDslL51Ob0
— Irreligious monk (@peechetodekho) August 29, 2020
টুইটারে ভিডিওটি ৩৮ হাজার বার দেখা হয়ে গিয়েছে। লাইক পড়েছে দেড় হাজারেরও বেশি। আশা ভোঁসলেও শেয়ার করে লিখেছেন, ‘খুব পছন্দ হয়েছে আমার’।
https://twitter.com/ashabhosle/status/1300325090467471360?s=19
নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন ওই দুই বৃদ্ধার কাণ্ড দেখে। একজন লিখেছেন, ‘ওঁদের থেকে নাচ শিখতে হবে।’ আরেকজন লিখেছেন, ‘কম বয়সে হেলেনকেও রীতিমতো চাপে ফেলতে পারতেন ওঁরা এ বিষয়ে আমি নিশ্চিত’।
সত্যিই, বয়স যে শুধুই একটা সংখ্যা মাত্র তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই বৃদ্ধারা। নইলে এই বৃদ্ধ বয়সে বছর ১৬র কিশোরীর মতো মন প্রাণ খুলে নাচতে দম লাগে বইকি।
প্রসঙ্গত, ১৯৭১এ মুক্তি পায় আশা ভোঁসলের সুপারহিট গান ‘পিয়া তু অব তো আজা’। গানে নাচতে দেখা গিয়েছিল হেলেনকে। সাতের দশকের সুপারহিট গান এখনও একই রকম জনপ্রিয় রয়েছে তরুন প্রজন্মের কাছে।