বাংলা হান্ট ডেস্ক: মণিপুরে (Manipur) প্রায় চার মাস পর ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। আর এই পরিষেবা চালু হতেই দু’মাস পর দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল (Viral) হল। ওই দুই পড়ুয়া জুলাই মাস থেকে নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে একজন তরুণী, যার বয়স ১৭ বছর। অপরজন ২০ বছর বয়সি যুবক।
মনিপুর সরকারের তরফে জানানো হয়েছে, এই দুই পড়ুয়ার মৃত্যুতে তদন্ত করবে রাজ্য পুলিশ এবং সিবিআই (CBI)। তবে প্রশ্ন উঠছে, নিখোঁজ হওয়ার এতদিন কেটে যাওয়ার পরেও কেন ওই দুই পড়ুয়ার সন্ধান দিতে পারল না প্রশাসন।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ১৭ বছর এবং ২০ বছরের ওই দুই পড়ুয়া বসে রয়েছেন। ১৭ বছরের নাবালিকা একটি সাদা টি-শার্ট পরে এবং যুবকটি হাতে ব্যাগ ধরে বসে আছে। আর পরের ছবিতেই দেখা যাচ্ছে, তাঁদের মৃতদেহ। আর মৃতদেহের পিছনেই অস্ত্র হাতে দুই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।
গত জুলাই মাস থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন। এলাকার সিসিটিভি (CCTV) দেখেও তাঁদের খোঁজ মেলেনি। চূড়াচাঁদপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলায় তাঁদের শেষ দেখা গিয়েছিল। দুই জেলার মধ্যবর্তী এলাকা থেকেই ওই দুই ছাত্রকে অপহরণ করে চূড়াচাঁদপুরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মেতেই (Meitei People) সম্প্রদায়ভুক্ত দুই পড়ুয়াকে খুন (Murder) করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
এদিকে, হত্যার আগে ওই নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে এই ছবি প্রকাশ্যে আসার পরই বিবৃতি জারি করেছে মণিপুর সরকার। বলা হয়েছে, ওই দুই পড়ুয়ার মৃতদেহের ছবি প্রকাশ্যে আসার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ্যের বাসিন্দাদের ইচ্ছা অনুযায়ী ওই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তাছাড়া রাজ্য পুলিশও এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দুই দুষ্কৃতীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রাজ্যবাসীকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখারও কথা বলা হয়েছে।