বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে একাধিকবার রাজ্যে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এবার ভোট মিটতে ফের খাস কলকাতায় (Kolkata) ইডি (Enforcement Directorates) অভিযান। বৃহস্পতিবার শহরে হঠাৎ হাজির হল ইডি (ED Raid)। সাতসকালে হাওড়ার দু’টি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে শুরু তুমুল শোরগোল।
সূত্রের খবর, এদিন একটি দল এসে পৌঁছয় সালকিয়ায়, অপর দলটি যায় লিলুয়াতে।বেলঘরিয়ায় ও সালকিয়ায় সাইবার প্রতারণা মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই প্রতারণা মামলার তদন্তে নেমে এই এলাকার দুই বাসিন্দার নাম রয়েছে ইডি স্ক্যানারে।
আরও পড়ুন: ৩২ লাখে প্রশ্ন বিক্রি! কীভাবে হয়েছিল নিট-‘দুর্নীতি’? অবশেষে মুখ খুললেন ‘মূলচক্রী’ অমিত
জানা গিয়েছে, সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মহম্মদ হোসেন ও লিলুয়ার চকপাড়া এলাকার বাসিন্দা মনোজ দুবে, ইডি তদন্তে এই দুজনের নাম সামনে এসেছে। দুই অভিযুক্তর বাড়িতেই সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
আরও পড়ুন: ৪ ডিগ্রি কমবে গরম, ঘূর্ণাবর্তের জেরে আজ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়, আবহাওয়ার খবর
ইডি আধিকারিকদের সাথে মজুত রয়েছে প্রচুর পরিমানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সকাল থেকেই ওই দুই ব্যক্তির বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী। চলছে ম্যারাথন তল্লাশি। প্রসঙ্গত এর আগে গেমিং অ্যাপের মাধ্যমে সাইবার প্রতারণা কাণ্ডে আমির খান নামে এক ব্যক্তির নাম উঠে এসেছিল। তিনিও কলকাতারই বাসিন্দা ছিলেন। সেই প্রতারণার ঘটনায় আমির ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেফতারও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।