“UPSC”র আইএসএস পরীক্ষায় শীর্ষে দুই বাঙালি যুবক, কৃতীদের কৃতিত্বে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর!

বাংলা হান্ট ডেস্ক: ইউপিএসসি (UPSC)..…… পৃথিবীর মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা হচ্ছে এটি। যে পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য ছেলেমেয়েরা বছর বছর পরিশ্রম করতে থাকেন। আর এবার এই ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করলেন বাংলার দুই পুত্র। শুধু সফলতা নয় একেবারে শীর্ষস্থান অধিকার করে সকলকে চমকে দিলেন তারা। ভারতের মধ্যে বাংলাও যে কোনো অংশে পিছিয়ে নেই সেকথা প্রমাণ করে দিলেন বাংলার দুই মেধাবী। দুই যুবকের সফলতায় উচ্ছ্বসিত খোদ মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে দুজনকে অভিনন্দন বার্তা জানিয়েছেন তিনি।

ইউপিএসসি (UPSC) পরীক্ষায় সফলতা দুই বাঙালি যুবকের:

ইউপিএসসির (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস অর্থাৎ আইএসএসের (ISS) ফল প্রকাশ হয়েছে শুক্রবার। আর তাতে মেধাতালিকার প্রথম স্থানে রয়েছেন পশ্চিম বর্ধমানের আসানসোলের ছেলে সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। এবং দ্বিতীয় স্থানে রয়েছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্টু মাজি। সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। আর বিল্টুও তার শিক্ষা জীবন থেকে স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত। জানা গিয়েছে দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। দুজনের হার না মানা জেদ আজ তাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে।

সিঞ্চনের বাড়ি আসানসোল ইসমাইল মাদার টেরিজা সরণিতে। পড়াশোনা আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে। সিঞ্চনের বাবা প্রদীপ অধিকারী, তিনি আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের একজন কর্মী। কাজ করে যে টাকা পান তাতে সংসার কোন মতে চলে যায়। তবে সিঞ্জন ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী বলেই জানা যায়। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোতে সুযোগ পাওয়ার পরও প্রথম থেকেই ভেবে রেখেছিলেন স্ট্যাটিসটিক্স হবে তার ভবিষ্যৎ। এই বিষয়ের উপর প্রথমে স্নাতক ডিগ্রি অর্জন করে, পরে কলকাতার আইএসআই থেকে স্নাতকোত্তর করেন। এরপরই ইউপিএসসিকে (UPSC) নিজের লক্ষ্য করে অহরহ পরিশ্রম করতে থাকেন তিনি। সবশেষে আইএসএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

উল্টোদিকে জানা গিয়েছে, বিল্টুর পারিবারিক অবস্থা আরো শোচনীয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। বাবা পেশায় একজন কৃষক। ফলে ছোট থেকেই অত্যন্ত দারিদ্রতার সাথে লড়াই করে তিনি পড়াশোনা করেছেন। এমনকি একসময় তার বাবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য ধার দেনা করেন। এর ফলে সংসারের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। আর সংসারের ভার এসে পরে বিল্টুর কাঁধে।

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চমকে দিল রেল! এবার মাত্র ১৩ ঘন্টায় পৌঁছনো যাবে ভূস্বর্গে, কবে থেকে শুরু পরিষেবা?

কোন মতে বিএসসি পাশ করে ২০২০ সালের শেষের দিকে কোন মতে একটি সরকারি চাকরি জোগাড় করেন। যদিও এরপর তিনি থেমে যাননি। বিভিন্ন সরকারি পরীক্ষায় বসতে থাকেন। এমনকি এর আগেও দুবার আইএসএস (ISS) পরীক্ষায় বসেছিলেন তিনি। তবে দুবারই ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। তবে ২০২৪ সালে আর ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়নি। ইউপিএসসি (UPSC)-এর আইএসএস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। দরিদ্র পরিবারের সন্তান হয়েও তিনি দেখিয়ে দিলেন পরিশ্রমের সামনে কোন কিছুই রুখে দাঁড়াতে পারে না। দুজনের পরিবারই এই সাফল্যে বেশ খুশি হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ স্বাধীনতায় ভারতের অবদান অস্বীকার “অকৃতজ্ঞ” বাংলাদেশের! বিজয় দিবসে মোদীর পোস্টে গাত্রদাহ ইউনূসের

ইউপিএসসি (UPSC) পরীক্ষায় বাংলার দুই যুবকের সাফল্যে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে বিল্টু এবং সিঞ্চনকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “জেনে আনন্দিত হচ্ছি যে ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান বাংলার দুই ছেলে অর্জন করেছে।” তিনি আরো জানিয়েছেন, “IAS ও IPS পরীক্ষায়ও আমাদের পড়ুয়াদের ফল ভাল ফল দেখা যাচ্ছে। এইসব পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য যুব এবং উচ্চাভিলাষী পড়ুয়াদের কাছে রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।”

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর