রাতের আকাশে ছুটে যাওয়া আলো কি UFO! ভিডিও ঘিরে তুমুল জল্পনা

UFO বা ভিনগ্রহের যান ঘিরে আগ্রহের শেষ নেই মানুষের। একদল যেমন মনে করেন ভিনগ্রহীরা আছেন এবং সময় সুযোগ বুঝে চুপটি করে তারা পাড়ি দেন পৃথিবীর বুকে। আরেক দল আবার এর অস্তিত্বের কথা বিশ্বাসই করতে চায় না।

IMG 20201005 201249

বার বারই এই আলোচনা উঠে আসে সংবাদ মাধ্যমের শিরোনামে। সম্প্রতি আমেরিকায় দেখা পাওয়া দ্রুতগতিতে ছুটে যাওয়া এক আলো ঘিরে ফের একবার জল্পনায় মেতেছে নেটিজেনরা। ওহায়ো ও পেনসিলভেনিয়র এই দুটি স্থানের আকাশে দেখা যায় এই অদ্ভুত আলোর ঝলকানি।

একে দেখতে অনেকটা বিদ্যুতের ঝলকানির মত মনে হলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্বাভাবিক বজ্রপাতের সাথে এর বিস্তর ফারাক রয়েছে। পিটসবার্গ এলাকার আকাশে কয়েক সেকেন্ডের জন্য এই আলো দেখা যায় ভোর ৪.২০ নাগাদ। প্রায় একই সময় ধরা পড়ে ওহায়ো থেকেও৷ আর এই আলো ঘিরেই ফের একবার জল্পনা চলছে UFO এর আগমন ঘিরে।

তবে The American Meteor society এর মতে এটি একটি উল্কাপাতের ঘটনা। যদিও তারা এখনো সম্পূর্ণ নিশ্চিত করে কিছুই জানায় নি। তারা বিভিন্ন ফুটেজের বিশ্লেষণ করে দেখছেন।

 

 

সম্পর্কিত খবর