প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত মন্তব্য! আফ্রিদিকে বাংলাদেশ যুদ্ধের কথা মনে করিয়ে দিলেন গম্ভীর।

বিভিন্ন সময় দেখা গিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি নানান মঞ্চ থেকে প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন। এবার সেই সূত্র ধরে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে শাহিদ আফ্রিদি বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্ক করোনা ভাইরাসের থেকেও ক্ষতিকর। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর একহাত নিলেন শাহিদ আফ্রিদিকে।

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের সাথে শাহিদ আফ্রিদির লড়াই আজকের নতুন নয়। সেই ক্রিকেট জীবন থেকেই দুজনের মধ্যে লড়াই দেখে আসছে বিশ্ব। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় ফের জ্বলে উঠল সেই পুরনো যুদ্ধ। এইদিন গম্ভীর বলেন 16 বছর বয়সী আফ্রিদি বলছেন পাকিস্তানের কুড়ি কোটি মানুষকে পাহারা দেয় সাত লক্ষ সেনাবাহিনী।

49927418e14502881c8c25325feb24e2014ce1959fa61773693ef9f666c7461310a5a298

গম্ভীর বলেন এরপরেও 70 বছর ধরে ভারতের কাছে কাশ্মীর ভিক্ষা চাইছে পাকিস্তান। গম্ভীর বলেন ইমরান খান, শাহিদ আফ্রিদির মতো জোকাররা দিনের পর দিন ভারতের বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিভিন্নভাবে আক্রমণ করছেন। তারা চাইছেন পাকিস্তানের মানুষের কাছে ভারতকে খারাপ করে দিতে। তারা পাকিস্তানবাসীকে বোকা বানানোর চেষ্টা করছেন। তবে তাদেরকে একটা কথা জানিয়ে রাখি তারা হাজার চেষ্টা করলেও কোনদিন কাশ্মীর পাবে না। সেই সাথে গম্ভীর মনে করিয়ে দেন বাংলাদেশ যুদ্ধের কথা।


Udayan Biswas

সম্পর্কিত খবর