আধার কার্ড ১০ বছর পুরনো হলে এখনই করুন এই কাজ, নাহলে পড়বেন মহা বিপদে! সতর্ক করল UIDAI

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-র তরফে আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আজ থেকে প্রায় দশ বছর আগে যদি আপনি আধার কার্ড তৈরি করে থাকেন তাহলে খুব শীঘ্রই সেই আধার কার্ডের আপডেট করা দরকার। প্রায় এক দশকের বেশি পুরনো আধার কার্ডটিকে সঠিক ভাবে আপডেট না করলে যে কোন দিন বড়সড় বিপদে পড়তে পারেন আপনি‌। ইতিমধ্যে UIDAI গ্রাহকদের জানিয়ে দিয়েছে যে, কার্ড সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন হয়ে থাকলে, তাও ডাটাবেসে আপডেট করতে হবে।

ইতিমধ্যেই, UIDAI-র তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, যে কোন চাইলেই অনলাইনের মাধ্যমে তার আধার কার্ড আপডেট করতে পারবেন। তবে, আপনি যদি অনলাইন কাজকর্ম করার বিষয়ে খুব একটা স্বচ্ছন্দ না হয়ে থাকেন, সেক্ষেত্রে অফলাইন আপডেটের জন্য আপনাকে যেতেই হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে। যে কোন আধার সেবা কেন্দ্রেই এই পরিষেবা মিলছে বলেই জানা গিয়েছে।

সরকারি প্রকল্পগুলিতে আধার ব্যবহার করা হয়। ফলে পুরনো আধার কার্ড সময়মতো আপডেট না থাকলে অনেক সমস্যা তৈরি হতে পারে। এখন জেনে নেওয়া দরকার কোন কোন পদ্ধতির মাধ্যমে আঁধার কার্ড আপডেট করা সম্ভব। আপডেট করার ক্ষেত্রে প্রথমে myaadhaar পোর্টালে গিয়ে অনলাইনে তথ্য সংশোধন করতে হবে। একই সঙ্গে আপনাকে আপলোড করতে হবে পরিচয়পত্র ও ঠিকানা প্রমাণ সম্পর্কিত নথিগুলিও।

aadhaar card

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, অফলাইনে আপডেট করার ক্ষেত্রে অর্থাৎ আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করতে চাইলেও আপনাকে সমস্ত নথির ফটোকপি কেন্দ্রে জমা দিতে হবে। আপডেটের জন্য যদি কোনও গ্রাহক আধার কেন্দ্রে গিয়ে তথ্য আপডেট করতে চান, তাহলে তাকে ফি দিতে হবে। তবে অনলাইনে আপডেট করার জন্য কোনও ফি নেওয়া হচ্ছে না। আধার কেন্দ্রে তথ্য যাচাই করতে আঙুলের ছাপ, ছবি এবং আইরিশ স্ক্যান করতে হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X