মালিয়াকে ‘দেউলিয়া” ঘোষণা করল ব্রিটেনের আদালত, বিশ্বজুড়ে সম্পত্তি বাজেয়াপ্তর ছাড়পত্র পেল SBI

বাংলা হান্ট ডেস্কঃ ব্রিটেনের আদালত সোমবার বিজয় মালিয়াকে (Vijay Mallya) দেউলিয়া ঘোষণার নির্দেশকে মঞ্জুরি দেয়। এর ফলে এখন ভারতীয় স্টেট ব্যাঙ্কের (State Bank Of India) নেতৃত্ব অন্যান্য ভারতীয় ব্যাঙ্কগুলি সহজেই বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। ব্যাঙ্কগুলি এই বিষয়ে আদালতের কাছে আবেদনও করেছিল।

তবে যতদিন না মালিয়ার প্রত্যর্পণ সম্বন্ধিত আইনি পদক্ষেপ সম্পন্ন হচ্ছে, ততদিন ৬৫ বছর বয়সী বিজয় মালিয়া আপাতত ব্রিটেনে জামিনে মুক্ত হয়ে থাকবে। অন্যদিকে মালিয়ার আইনজীবী ফিলিপ মার্শাল ভারতীয় আদালতে মামলা চলাকালীন দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্তকে স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। যদিও, ওনার আবেদন নাকোচ করে দিয়েছেন বিচারপতি।

গত জুন মাসে বিজয় মালিয়ার একটি দাবি ঘিরে তোলপাড় শুরু হয়। পলাতক মদ ব্যাবসায়ি ট্যুইটে দাবি করেন, ‘আমি টিভিতে দেখছি বারবার আমাকে প্রতারক বলা হচ্ছে। তবে ইডি আমার যতটা সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলেছে, তা আমার ঋণের থেকেও পরিমাণে অনেক বেশি। এটা কি প্রতারণা না?’

জালিয়াতির ঘটনার পর থেকে ভারত থেকে পালিয়ে গিয়ে দীর্ঘদিন ধরেই ব্রিটেনে বসবাস করছেন বিজয় মালিয়া। তবে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে দেশে ফেরানোর চেষ্টা করা হলেও, নানাভাবে বিভিন্ন মামলার কারণে তাঁকে দেশে ফেরানো সম্ভব হচ্ছে না। তবে এরই মধ্যে গতবছর নিজে থেকেই সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে চেয়েছিলেন বিজয় মালিয়া।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর