বাংলা হান্ট ডেস্ক: রাশিয়ায় (Russia) এবার ৯/১১-র মতো প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইউক্রেনের ড্রোন রাশিয়ার একাধিক আবাসিক ভবনে আঘাত করেছে। রাশিয়ার কাজানে এই হামলাগুলি চালানো হয়। যে কারণে ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমতাবস্থায়, বর্তমানে মৃত্যুর হার এবং অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
রাশিয়ার (Russia) কাজানে হামলা:
স্থানীয় আধিকারিকদের মতে, বেশ কয়েকটি বিস্ফোরক-বোঝাই UAV (Unmanned Aerial Vehicle) কাজানের উঁচু ভবনগুলিকে “টার্গেট” করে। এরপর ওই ভবনগুলিতে হামলা চালানো হয় এবং ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধিকারিকরা আরও জানিয়েছেন, শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে। যেখানে তিনটি কামিকাজে ড্রোন রাশিয়ার (Russia) কাজান শহরের বেশ কয়েকটি উচ্চ ভবনে হামলা চালায়। বেশ কয়েকটি মিডিয়া গ্রুপ হামলার প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। যেখানে হামলার সময়ের মুহূর্তের ভয়াবহতা এবং তার মর্মান্তিক পরিণতি পরিলক্ষিত হয়েছে।
UAVs have hit at least three high-rise buildings in Kazan, Russia
Photos and videos from the scene are being shared on local Telegram channels. pic.twitter.com/MN19u47uom
— NEXTA (@nexta_tv) December 21, 2024
ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে: এই ঘটনায় এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টেলিগ্রাম চ্যানেলগুলি দাবি করেছে, ক্ষতিগ্রস্ত ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে শনিবার, রাশিয়ান (Russia) প্রতিরক্ষা মন্ত্রক তার টেলিগ্রাম চ্যানেলে বলেছিল যে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরের ওপর দিয়ে ইউক্রেনের UAV-কে গুলি করেছে।
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ! ভারতের এই তারকা ক্রিকেটারের নামে জারি গ্রেফতারি পরোয়ানা
কাজান শহর ইউক্রেন থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার দূরে অবস্থিত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ড্রোন দ্বারা হামলা চালানো রাশিয়ার (Russia) কাজান শহর ইউক্রেনের কিয়েভ থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। উল্লেখ্য যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে কিয়েভের ড্রোনগুলি মস্কো এবং অন্যান্য রাশিয়ান অঞ্চলে বিমান হামলা থেকে বিরত করা হয়।
আরও পড়ুন: “আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট
তবে, ওই UAV-গুলির মধ্যে মাত্র কয়েকটি তাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে। এই ধরণের ঘটনা বেশিরভাগই ঘটেছে দুই দেশের সীমান্তের কাছে। তবে, ইউক্রেন থেকে প্রায় ১,৩৭৯ কিলোমিটার (৮৫৭ মাইল) দূরে অবস্থিত রাশিয়ান (Russia) শহর কাজানে এই প্রথম এমন ভয়াবহ হামলা চালানো হয়েছে। এর কয়েকদিন আগে রাশিয়ার সিনিয়র নিউক্লিয়ার প্রধানকেও বোমা বিস্ফোরণে হত্যা করা হয়। ইউক্রেন এই হত্যার দায় স্বীকার করেছে।