“আশা করি ও দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারবে!” উমরান মালিককে নিয়ে মন্তব্য উইলিয়ামসনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনদিন পর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জাজনক হারের পর সিনিয়র তারকাদের মধ্যে বেশ কয়েকজনকে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে আবার বাংলাদেশ সফরে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের নিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে চলেছে ভারতীয় দল।

ভারত সিনিয়ার তারকাদের বিশ্রাম দিলেও নিউজিল্যান্ড মোটামুটি পূর্ণশক্তির দলে ঘোষণা করেছে। নিজেদের দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে এই সিরিজের দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনই। সদ্য সমস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারাও সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে হেরে। তাদের কাছেও সেই জন্য এই টি-টোয়েন্টি সিরিজের গুরুত্ব রয়েছে বেশ কিছুটা।

সেই টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে এক ভারতীয় তারকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই ভারতীয় তারকা আর কেউ নন, তিনি হলেন সানরাইজার্স হায়দরাবাদে উইলিয়ামসনের নেতৃত্বে বোলিং করা তরুন পেসার উমরান মালিক। গত আইপিএলে নিজের গতি দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন উমরান। কিন্তু তারপর ভারতীয় দলের সুযোগ পেয়ে খুব একটা প্রভাবিত করতে পারেননি তিনি।

hardik umran last over

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ই নভেম্বর থেকে শুরু হতে চলা আসন্ন টি-টোয়েন্টি সিরিজে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন উমরান। তবে সরাসরি এই সুযোগ তার হাতে আসেনি। চোট পাওয়া টি. নটরাজনের পরিবর্তন বলার হিসেবে দলে এসেছেন তিনি। যদি সুযোগ পান তাহলে নিজের গতিকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের পিছে সাফল্য পাওয়ার চেষ্টা করবেন তরুণ জম্মু-কাশ্মীরি পেসার।

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে উমরান প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, “ও একটা অসাধারণ প্রতিভা। আগের মরশুমে আইপিএল চলার সময় ওর সঙ্গে সময় কাটিয়েছি এবং দেখেছি ও কতটা মারাত্মক গতিতে বোলিং করতে পারে। এখন ওকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমার মনে হয় যখন দলে একজন এমন বোলার থাকে যে নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার চেয়েও বেশি গতিবেগে বোলিং করতে পারে তখন আপনার হাতে একটা বড় অস্ত্র রয়েছে বলে আপনি মনে করতে পারেন। আশা করবো ভবিষ্যতে দীর্ঘদিন ও ভারতের হয়ে খেলবে।” গত আইপিএলে উইলিয়ামসনের নেতৃত্বে ১৪টি ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছিলেন উমরান। যদিও তার ইকোনমি নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং পরবর্তীতে ওডিআই সিরিজে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন কিনা তিনি তা দেখার জন্য আগ্রহী হয়ে আছে গোটা ভারতবর্ষের ক্রিকেট সমর্থকরা।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর